দেরি করে পৌঁছেও চোটপাট! বিমান সংস্থাকে দিয়ে ক্ষমা চাইয়েই ছাড়লেন ঋতুপর্ণা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটি ফ্লাইট মিস করা নিয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আমেদাবাদে শুটিং করতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভোরবেলা বোর্ডিং টাইমের পরে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে। চল্লিশ মিনিট ধরে কর্মীদের সঙ্গে বচসা, কান্নাকাটি করার পরেও কোনো লাভ হয়নি। সোশ‍্যাল মিডিয়ায় বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ঋতুপর্ণা।

অবশেষে বৃহস্পতিবার বিমান সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয় অভিনেত্রীর কাছে। সেই ক্ষমাপ্রার্থনা টুইটের স্ক্রিনশট নিয়ে আবারো শেয়ার করেন ঋতুপর্ণা। সংস্থার তরফে ক্ষমা প্রার্থনা করে জানানো হয়, ঋতুপর্ণার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্ভব হয়নি।


একটি বড়সড় বার্তায় অভিনেত্রী লিখেছেন, ‘ক্ষমা চাওয়ার জন‍্য ধন‍্যবাদ, কিন্তু যদি বিমানের সময় বদলায় তবে সেটা যাত্রী বা সংস্থাকে আগাম জানানো উচিত। এর জন‍্য আমাকে আরো যাতায়াত করে কাজটা শেষ করতে হয়েছে। একটি কাজ হারিয়েছি যেটা ওই সময়ে শিডিউল করা ছিল। আশা করছি ভবিষ‍্যতে এমন ঘটনা আর হবে না। আমি শুধু এটা নিজের জন‍্য নয়, সমস্ত নাগরিকদের জন‍্যই বলছি।’

অবশ‍্য নেটনাগরিকদের অধিকাংশেরই দাবি, গোটা ঘটনায় ঋতুপর্ণারই দোষ ছিল। তিনিই দেরি করে পৌঁছে এখন চোটপাট করছেন বিমান সংস্থার উপরে। আর সংস্থাও ব‍্যবসা টিকিয়ে রাখার জন‍্য ক্ষমা চাইতে বাধ‍্য।

অবশ‍্য ট্রোলারদের উদ্দেশেও কটাক্ষ করে ঋতুপর্ণা জানিয়েছেন, তিনি নেতিবাচক মন্তব‍্যগুলি দেখেছেন। তবে এটা তো শুধু নিজের জন‍্য নয়, গোটা দেশের জন‍্য বলেছেন তিনি। খুব মন খারাপ ছিল তাঁর। তাই বিচারের জন‍্য গলা ফাটিয়েছিলেন। এখনো পর্যন্ত তাঁকে যাতায়াত করতে হচ্ছে কাজ শেষ করার জন‍্য।

সম্পর্কিত খবর

X