বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির পর ফের শিরোনামে রেশন দুর্নীতি (Ration Scam)। আর এবার গল্পের মোড় ঘুরিয়ে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান এই দুর্নীতিতে সদ্য নাম জড়ানো অভিনেত্রী ঋতুপর্ণা (Rituparna Sengupta)। ইডি (Enforcement Directorate’s) সূত্রে দাবি, রেশন বণ্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।
ইডি সূত্রে দাবি, ঋতুপর্ণা জানিয়েছেন, ‘সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন। তবে ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না। ‘ সেই টাকায় ফিরিয়ে দিতে চেয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের পর সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta)। যা নিয়ে উত্তাল বিনোদন থেকে রাজনীতির দুনিয়া।
ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণাকে রেশন মামলায় প্রথম তলব করেছিল ইডি। যদিও সেই তলবে সাড়া দেননি ঋতু। তবে দ্বিতীয়বার তলব করায় ইডির (ED) মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা। গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।
সেই সময় ইডি সূত্রে দাবি করা হয়, জেরায় ঋতুপর্ণা জানিয়েছেন, ২০১৩ সালে তার সংস্থায় ৬০ লক্ষ টাকা ঢুকেছিল ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। এর মধ্যে দু’বছর পর ২০১৫ সালে ২০ লক্ষ টাকা তিনি ফেরতও দিয়ে দিয়েছিলেন তিনি। হাজিরা দিয়ে ইডি আধিকারিকদের কাছে অভিনেত্রী এই সংক্রান্ত নথিও দিয়েছেন বলে জানা যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে ঋতুপর্ণা (Rituparna Sengupta) বলেছিলেন, ‘‘আমি সহযোগিতা করেছি। তদন্তকারীরাও খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।” ইডি সূত্রে জানা গিয়েছিল, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে।
আরও পড়ুন: ‘আর কিছু শোনা হবে না, এবার সিদ্ধান্ত..,’ নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
বিপুল এই অর্থ সম্পর্কে জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। দাবি ইডি সূত্রে। তদন্তে নেমে ইডি আধিকারিকরা এও জানতে পেরেছিলেন ঋতুপর্ণার একটি সংস্থায় এই দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে। এবার এসব নিয়ে শোরগোলের মাঝেই ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাইছেন খোদ অভিনেত্রী।