বাংলা হান্ট ডেস্কঃ নেতা থেকে এবার অভিনেত্রী। সম্প্রতি রেশন দুর্নীতি (Ration Scam) কাণ্ডে সদ্য নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta)। লোকসভা ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণাকে রেশন মামলায় প্রথম তলব করেছিল ইডি। সেবার তলবে সাড়া না দিলেও দ্বিতীয়বার ইডির (ED) মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা। গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ঋতুকে।
আরও বিপাকে টলি ‘কুইন’ ঋতুপর্ণা
এরই মধ্যে ইডি সূত্রে দাবি করা হয়, ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা (Rituparna Sengupta) সেনগুপ্ত। বলা হয়, রেশন বণ্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। শুরু হয়েছে তুমুল চর্চা।
রাজনৈতিক মহলের পাশাপাশি বিনোদন জগতের তারকা টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রও এভাবে ঋতুর টাকা ফেরত ইস্যুতে রীতিমতো চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন। ঋতুপর্ণাকে কটাক্ষ অভিনেত্রী শ্রীলেখার! সম্প্রতি শ্রীলেখা নিজের ফেসবুক অ্যাকাউন্টে রেশন দুর্নীতি সংক্রান্ত একটি রিপোর্টকে শেয়ার করেন। তার সাথেই লেখেন, ‘চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন? ৭০ লাখ টাকা মুখের কথা নয়। সাধারণ মানুষের চুরি করা টাকা। কেউ নিজের গ্যাঁট থেকে এমনি এমনিই এতগুলো টাকা দেয় না। ক্যামেরার সামনে হাত নেড়ে কী প্রমাণ করতে চাইছেন? আপনি অস্কার পাচ্ছেন না, চোর বলা হচ্ছে আপনাকে। লজ্জাও করে না?’
এখানেই থেমে যান নি শ্রীলেখা। তিনি আরও লেখেন , ‘এত কিছুর পরও মিডিয়া এদের নম্বর ওয়ান শিরোপা দেবে। আমার ভিডিয়োর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ট্রির এক অংশ এদের হয়েই কথা বলবে। দুর্নীতির আর সীমা পরিসীমা নেই। এসবে ধিক্কার জানাই।’
আরও পড়ুন: জল্পনার ইতি! এ বছর গড়াবে না রথের চাকা! বিরাট ঘোষণা মমতার
উল্লেখ্য, ইডি সূত্রে দাবি, ঋতুপর্ণা (Rituparna Sengupta) জানিয়েছেন, ‘সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন। তবে ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না। ‘ সেই টাকায় ফিরিয়ে দিতে চেয়েছেন অভিনেত্রী। ইডি সূত্রে আরও দাবি করা হয়, জেরায় ঋতুপর্ণা জানিয়েছেন, ২০১৩ সালে তার সংস্থায় ৬০ লক্ষ টাকা ঢুকেছিল ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। এর মধ্যে দু’বছর পর ২০১৫ সালে ২০ লক্ষ টাকা তিনি ফেরতও দিয়ে দিয়েছিলেন তিনি। হাজিরা দিয়ে ইডি আধিকারিকদের কাছে অভিনেত্রী এই সংক্রান্ত নথিও দিয়েছেন বলে জানা যায়।