বিমানবন্দরে ঢুকতে দেরি, অনেক কান্নাকাটি সত্ত্বেও বিমানে ওঠার অনুমতি পেলেন না ঋতুপর্ণা!

বাংলাহান্ট ডেস্ক: সক্কাল সক্কাল হয়রানির শিকার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বিমানে উঠতে দেওয়া হল না তাঁকে। বোর্ডিংয়ের সময় পেরিয়ে যাওয়ার পর বিমানবন্দরে পৌঁছানোয় তাঁকে আটকে দেন কর্মীরা। টানা ৪০ মিনিট ধরে অনেক অনুরোধ, কথা কাটাকাটি, কান্নাকাটির পরেও চিঁড়ে ভেজেনি। শেষে বিমান সংস্থার কর্মীদের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন ঋতুপর্ণা।

ঠিক কী ঘটেছে? জানা গেল, আহমেদাবাদ যাওয়ার জন‍্য ভোরবেলা ফ্লাইট ছিল অভিনেত্রীর। শুটিংয়ের জন‍্যই শহর ছাড়তে হত তাঁকে। ভোরের ফ্লাইটে বোর্ডিং টাইম ছিল ৪:৫৫ এ। এদিকে ঋতুপর্ণা পৌঁছান প্রায় ১৫ মিনিট দেরি করে ৫:১২ মিনিটে।

rituparna

বিমানবন্দরে পৌঁছাতেই তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট আগেই বন্ধ হয়ে গিয়েছে। তাঁকে অনুপস্থিত দেখে কর্তৃপক্ষ নাম ধরেও ঘোষনা করেছে। এমনকি অভিনেত্রীর সঙ্গে ফোনেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে বলে জানান কর্তপক্ষ। যদিও ঋতুপর্ণার দাবি, এমন কোনো ফোনই আসেনি তাঁর কাছে।

এদিকে আহমেদাবাদ যেতে না পারলে বড় সমস‍্যায় পড়ে যাবৈন অভিনেত্রী। প্রযোজকেরও ক্ষতি হয়ে যাবে। তাই বারংবার কর্মীদের পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন ঋতুপর্ণা। বচসা থেকে অনুরোধ এমনকি কান্নাকাটি কোনোটাই বাদ যায়নি। অভিনেত্রী অভিযোগ, তাঁর চোখে জল দেখেও কর্মীদের মন গলেনি।

প্রায় ৪০ মিনিট ধরে কর্মীদের সঙ্গে বচসা চলে ঋতুপর্ণার‍। তাঁকে বোর্ড করতে দেওয়া হয়নি। অথচ অভিনেত্রীর দাবি, বিমানটি তখনো দাঁড়িয়েছিল। এমনকি সিঁড়িও তুলে নেওয়া হয়নি। তবুও তাঁকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হল না।

এটাকে বিমান সংস্থার গাফিলতি বলেই দাবি করেছেন ঋতুপর্ণা। উপরন্তু কিছুদিন আগেই নাকি সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে তাঁকে সম্মানমূলক পাসপোর্ট দেওয়া হয়েছে। বেশ কয়েকবার সফর করেছেন তিনি এই সংস্থার সঙ্গে। কিন্তু এমন হয়রানি এই প্রথম বলেই জানান ঋতুপর্ণা।


Niranjana Nag

সম্পর্কিত খবর