বাংলাহান্ট ডেস্ক: মাস দুয়েক পরেই বাঙালির সবথেকে বড় উৎসব, দূর্গাপুজো। তার আগে শুভ মহালয়া (Mahalaya) সূচনা করে দেবীপক্ষের। মহালয়া বাঙালির কাছে আবেগ। দিন শুরু হয় কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শুনে। এছাড়াও প্রায় গোটা দিন ধরে বিভিন্ন চ্যানেলে চলে নানান অনুষ্ঠান। অভিনেত্রীরা দশমহাবিদ্যার সাজে সেজে মহালয়ার অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ করে মা দূর্গা রূপে কোন চ্যানেলে কাকে দেখা যাবে তা নিয়েই চলে জল্পনা।
টলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরই মূলত দেখা যায় টেলিভিশনের মা দূর্গা রূপে। তবে এবারে কালার্স বাংলা চ্যানেল এক বিরাট সারপ্রাইজ দিল দর্শকদের। এই চ্যানেলে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘দেবী দশমহাবিদ্যা’তে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)।
চ্যানেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে এসেছে দেবী দূর্গা রূপে ঋতুপর্ণার প্রথম লুক। লাল বেনারসী, সারা অঙ্গে সোনার গয়সা, মাথায় মুকুট আর হাতে ত্রিশূল নিয়ে পদ্মের উপরে দাঁড়িয়ে তিনি। ছোট্ট ঝলক দেখিয়ে ক্যাপশনে লেখা, ‘মহালয়ার পুণ্য প্রভাতে আসছে দেবী দূর্গার চিরন্তন মাহাত্ম্যের আড়ালে লুকিয়ে থাকা অজানা কাহিনী, সঙ্গে নিয়ে দেবীর দশমহাবিদ্যা রূপ।’
https://www.instagram.com/reel/ChEL0yMPzn9/?igshid=YmMyMTA2M2Y=
ঋতুপর্ণাকে দেবী দূর্গা রূপে দেখে অবশ্য মোটেই খুশি নন নেটনাগরিকরা। ছিছিক্কার চলছে কমেন্ট বক্সে। কেউ কটাক্ষ করছেন, বুড়ি দূর্গা! আবার কারোর প্রশ্ন, আর কাউকে পেল না চ্যানেল? একজন লিখেছেন, ঋতুপর্ণা অভিনয় ভাল করেন এটা ঠিক। কিন্তু দেবী দূর্গা রূপে তাঁকে ঠিক মানাচ্ছে না।
উল্লেখ্য, এই প্রথম ঋতুপর্ণাকে দেবী দূর্গা রূপে দেখা যাবে টেলিভিশনের মহালয়ায়। তিনি খুব ভাল নাচেনও। তাই অনেকের মতে, মহিষাসুরমর্দিনী হিসাবে ঋতুপর্ণাকে ভালোই মানাবে। এর আগের বার এই চ্যানেলে মহিষাসুরমর্দিনী রূপে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারে অনেকে বলছেন, পায়েল দে কে বরং বেঋই ভাল লাগত।
আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়া। এখনো এক মাসের কিছুটা বেশি সময় বাকি আছে। তবে চ্যানেলগুলিতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও অন্যান্য চ্যানেলের মহালয়া সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।