বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (tollywood) প্রসেনজিৎ চ্যাটার্জির (prasenjit chatterjee) আধিপত্যের কথা আর নতুন করে কিছু বলার নেই। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে এসেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছেন নিজের অভিনয়ের ধরন, আরো ঘষেমেজে চকচকে করেছেন অভিনয় শৈলী।
ছোট থেকেই ফিল্মি পরিবেশের মধ্যেই বড় হয়ে উঠেছেন প্রসেনজিৎ। বাবা বিশ্বজিৎ চ্যাটার্জিও ছিলেন একজন খ্যাতনামা অভিনেতা। বাবার পরিচালিত ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’র মাধ্যমেই প্রথম অভিনয় জগতেৎ পা রাখেন প্রসেনজিৎ। সেই থেকে একটানা একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ছিল সেই ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিতের জন্মদিন। গোটা টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুভেচ্ছা বার্তা এসেছে এদিন। সেই সঙ্গে তাঁর লক্ষ লক্ষ অনুরাগীরা তো রয়েছেনই। তবে যে মানুষটার শুভেচ্ছা বার্তা সবথেকে বেশি নজর কেড়েছে তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
একটা লম্বা সময় টলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি। বহু হিট ছবি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের। অনেকে অভিযোগও করেছিলেন ইন্ডাস্ট্রির এই দুই মহারথীর জন্য ছবিতে সুযোগ পাননি অনেকেই। তবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা যে টলিউডের দুই শক্ত খুঁটি তা স্বীকার করবেন অনেকেই। এমনকি দুই নায়ক নায়িকার প্রেমের গুঞ্জনও দীর্ঘদিন ‘হট গসিপ’ ছিল টলিপাড়ার।
তবে মাঝে কিছু মনোমালিন্যের জন্য অনেকদিন একসঙ্গে পর্দায় দেখা যায়নি প্রসেনজিৎ ঋতুপর্ণাকে। দীর্ঘ ১৩ বছর পর ‘প্রাক্তন’ ছবির দৌলতে দর্শক আবার ফিরে পায় তাদের প্রিয় জুটিকে। সুপারহিট হয়েছিল সেই ছবি। এতদিন পর প্রিয় জুটিকে পেয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা।
এদিন প্রসেনজিতের জন্মদিনে অভিনেতার একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান ঋতুপর্ণা। লেখেন, ‘বাংলা ছবির আইকন এবং শক্তি। তুমি আরো উন্নতি করো, আমাদের ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যাও। তুমি সকলের কাছে অনুপ্রেরণা। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।’
The icon and strength of Bengali cinema…..🙂
May you achieve more and prosper our industry…You are an inspiration to everyone… Heartiest birthday wishes…. regards🙂 ….Rituparna and team ..🌹@prosenjitbumba pic.twitter.com/jYAFuyhM1X— Rituparna Sengupta (@RituparnaSpeaks) September 30, 2021
টলিউডে একসঙ্গে ৫০ টির ও বেশি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা প্রসেনজিৎ। প্রায় প্রতিটি ছবিই সুপারহিট হয়েছে। দীর্ঘদিন পর প্রাক্তন ছবিতে ফিরে এসেছিল এই জুটি। বক্স অফিসে প্রভূত সাফল্যের মুখ দেখেছিল সেই ছবিও।