টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারত, একসঙ্গে বাদ গেলেন রোহিত শর্মার দুই ম্যাচ উইনার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ প্রথম একাদশে লোকেশ রাহুলকে না দেখে অনেকে আশ্চর্য হয়েছিলেন। প্রশ্ন উঠছিল যে ভালো খেলার পরেও কেন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তারপর জানা যায় হ্যামস্ট্রিংযে চোটের কারণে রাহুল এই ম্যাচে খেলতে পারেননি। সেই সঙ্গে টি টোয়েন্টি সিরিজেও পাওয়া যাবে না। তবে শুধু রাহুল নয় সেই সঙ্গে অক্ষর প্যাটেলকেও পাবে না ভারত।

অফিসিয়ালি প্রকাশিত প্রেস রিলিজে বিসিসিআই জানিয়েছে, “রাহুল গত ৯-ই ফেব্রুয়ারী দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। অক্ষর প্যাটেলও কোভিড থেকে সেরা ওঠার শেষ পর্যায়ে এসে আবার অনুশীলন শুরু করেছেন। চোট কাটিয়ে ওঠার জন্য তারা এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন। সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি ঋতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুডাকে বদলি হিসেবে দলে নিচ্ছে।”

   

deepak hooda kohli

তাদের বদলে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড এবং দীপক হুডা। দীপক হুডা ইতিমধ্যেই স্বল্প সুযোগে ওয়ান ডে সিরিজে নিজের প্রভাব দেখিয়েছেন। অপরদিকে ঋতুরাজ গায়কোয়াড টানা দুই সিরিজ ধরে দলে থেকেও এখনও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। তাই এবারে তাকে একটি অন্তত সুযোগ দিতে চাইবেন রোহিত।

rituraj 1720x1000

ভারতের টি টোয়েন্টি পরিবর্তিত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিশ্নই, যুজবেন্দ্র চাহাল ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর