কৌশিকের ছবিতে অয়ন শীলের দুর্নীতির টাকা! ‘টলিউডের অনেক ছবিই…’ বিষ্ফোরক অভিনেতা ঋত্বিক

বাংলাহান্ট ডেস্ক: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) যত গভীরে প্রবেশ করা যাচ্ছে ততই জড়িয়ে যাচ্ছে বিনোদন জগতের নাম। কিছুদিন আগে পর্যন্তও অভিনেতা বনি সেনগুপ্তর নাম সংবাদ শিরোনামে ছিল কুন্তল ঘোষের সঙ্গে। এবার সেই জায়গা নিয়েছে প্রোমোটার অয়ন শীল (Ayan Sil) এবং তাঁর বান্ধবী শ্বেতা চক্রবর্তী। এই শ্বেতার সঙ্গে টলিউডের যোগ ছিল বলে জানা যাচ্ছে। আর সেই সঙ্গে উঠে আসছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) নাম।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কবাডি কবাডি’তে নাকি টাকা দিয়েছিলেন অয়ন শীল। ওই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে অয়ন শীল সম্পর্কে মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন, প্রযোজকের সঙ্গে কোনো পরিচয় ছিল না তাঁর। শুধুমাত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের থেকে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েই তিনি গিয়েছিলেন।

Mr Ritwick Chakrabarty at the trailer launch of Borunbabu Bondhu 3 rotated

অয়ন সম্পর্কে ঋত্বিক জানান, ছবির শুটিং চলাকালীন সেটে কয়েকবার এসেছিলেন তিনি। তখন চোখের দেখাটুকু দেখেছেন। ব্যবহার ভালোই ছিল। তবে ব্যবহার দিয়ে কি আর মানুষ চেনা যায়? বক্তব্য ঋত্বিকের। তিনি স্পষ্ট বলেন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি করতে গিয়েছিলেন তিনি। প্রযোজক প্রোমোটারি করে নাকি অন্য কিছুর ব্যবসা তা নিয়ে তিনি মাথা ঘামাননি।

ঋত্বিক জানান, কবাডি কবাডি ছবির জন্য এখনো সম্পূর্ণ পারিশ্রমিক পাননি তিনি সহ আরো অনেকেই। কারণ শুট হয়ে গেলেও ডাবিং হয়নি। ছবিটা আটকে গিয়েছে বলেই ভেবে নিয়েছিলেন ঋত্বিক। এর মধ্যেই এল এই নতুন তথ্য। যদিও অভিনেতার কথায়, টাকার সঙ্গে দুর্নীতির যোগ অনেক দিনের। কালো টাকায় অনেক ছবিই তৈরি হয়েছে। কিছু ধরা পড়েছে।

তবে তিনি এও বলেন, এমন দু চারটে ছোট ঘটনায় ইন্ডাস্ট্রির বদনাম হয় না। ইন্ডাস্ট্রিকে কলুষিত করতে পারে এমন ক্ষমতা কারোর নেই, মত ঋত্বিকের। এর আগে দুর্নীতিতে নাম জড়িয়েছে বিনোদুনিয়ার অর্পিতা মুখোপাধ্যায়, হৈমন্তী গঙ্গোপাধ্যায়, বনি সেনগুপ্তর। নাম উঠে এসেছে প্রিয়াঙ্কা সরকার, এনা সাহারও। তালিকায় রয়েছে আর কারা? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বিভিন্ন টলিপাড়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর