স্বচ্ছ পোশাকে অন্তর্বাস না পরেই ফটোশুট রিয়া সেনের! ভাইরাল সেই ছবি

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই ৩৯এ পা দিয়েছেন রিয়া সেন। সেই উপলক্ষে বেশ কয়েকটি অদেখা ছবি প্রকাশ্যে আসে তাঁর। অভিনয়ের মাধ্যমে তেমন পরিচিতি না পেলেও নিজের রূপ-সৌন্দর্য্য দিয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন।রিয়াকে বাঙালি ‘বম্বশেল’ বললে খুব একটা ভুল বলা হবে না। তাঁর সোশ্যাল মিডিয়া ভর্তি নানা ফটোশুটের ছবিতে। স্বল্প পোশাকে পুরুষদের মনে ঝড় তুলতে জুড়ি নেই তাঁর।

5b66f446 642e 4fe2 8725 e8b895328256 1

সম্প্রতি ফের কিছু নতুন ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন রিয়া। কালো স্বচ্ছ পোশাকে বিনা অন্তর্বাসেই ফটোশুট করেন তিনি। বলা বাহুল্য এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। এমন হট অবতারে রিয়াকে দেখে রাতের ঘুম ছুটেছে নেটিজেনদের। তবে তাঁর ছবিগুলো নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও করছেন নেটজনতা।

https://www.instagram.com/p/B7nlratphUP/?utm_source=ig_web_copy_link

তাঁর ছবিগুলি দেখে স্পষ্ট প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য পোশাকেই বেশি স্বচ্ছন্দ্য তিনি। রিয়ার জন্মদিন উপলক্ষে দেখে নিন তাঁর কিছু না দেখা ‘হট’ ছবি।মা-দিদিমার ঐতিহ্য বজায় রেখেই নিজের আলাদা স্টাইল স্টেটমেন্ট বানিয়ে নিয়েছেন রিয়া। তবে শুধু ফটোশুটই নয়, ঘুরতে গিয়ে বা স্বামীর সঙ্গেও ছবি তুলে শেয়ার করেন রিয়া।এই মুহূর্তে তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১ মিলিয়ন।

https://www.instagram.com/p/B7sbfO2pqwG/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7xjmspJZtf/?utm_source=ig_web_copy_link

দীর্ঘদিন কোনও ছবিতে অভিনয় করেননি তিনি। কিন্তু ম্যাগাজিন কভার, ফ্যাশন শো রীতিমতো রাজত্ব করছেন রিয়া।প্রসঙ্গত, ২০১৭ সালে প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে পুনেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিয়া সেন। পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বাঙালি মতেই বিয়ে সম্পন্ন হয় তাঁর।বিয়ের পর ‘হইচই’-এর একটি ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে রিয়া সেনকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর