গুরুত্বপূর্ণ ম্যাচে লুঙ্গিতে বাধা পড়লেন বাবর! প্রোটিয়া পেসারদের সামনে বিপাকে পাক টপ-অর্ডার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাঠে নেমেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের জিততেই হবে টুর্নামেন্টে নিজেদের ভাসিয়ে রাখার জন্য। এর আগে তিন ম্যাচে ভারত এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের মুখ দেখেছেন বাবার আজমরা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ জিতে অবশেষে খাতা খুলতে পেরেছেন তারা।

আজকের ম্যাচে জিতলেও অবশ্য পাকিস্তানের সেমিফাইনাল যাওয়া নিয়ে কোন নিশ্চয়তা থাকছে না। জিম্বাবোয়ের কাছে ভারতের হারই একমাত্র বাবর আজবদের সেমিফাইনালের টিকিটের জোগান দিতে পারে। কিন্তু তার জন্য আগে পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে হারাতে হবে।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টসেও জিতেছিল পাকিস্তান। আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু গোটা টুর্নামেন্টের ধারা মেনে আজও ব্যর্থ দুই তারকা পাক ওপেনার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম।

চলতি টুর্নামেন্টে এখনো অবধি ভারত, জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনটি ম্যাচে বাবর আজমের রান সংখ্যা যথাক্রমে ছিল ০, ৪, ৪। আজকের ম্যাচে ১৫ বল খেলে মাত্র ৬ রান করে তিনি লুঙ্গি এনগিডির বলে আউট হন। অসাধারণ ক্যাচ নিয়ে তাকে ড্রেসিংরুমে ফেরান কাগিসো রাবাডা। অপর পাক ওপেনার মহম্মদ রিজওয়ান সম্প্রতি আইসিসি ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থানে থাকার সম্মান খুইয়েছেন ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের কাছে। চলতি বিশ্বকাপে তার ব্যাট একেবারেই নীরব। আগের তিনটি ম্যাচের মধ্যে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাদে বাকি কোনো ম্যাচেই বলার মত উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি তিনি। আজও তিনি মাত্র ৪ রান করে অভিজ্ঞ প্রোটিয়া পেসার ওয়েন পার্নেলের শিকার হন।

প্রতিবেদনটি লেখার সময় দশ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেট হারিয়ে ৬৮। লড়াই করার চেষ্টা করছেন ইফতিকার আহমেদ এবং মহম্মদ নওয়াজ। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ১১ বলে ২৮ রান করে আউট হয়েছেন মহম্মদ হ্যারিস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর