বাংলাহান্ট ডেস্ক : বিহারে (Bihar) ক্ষমতায় থাকা আরজেডি-জেডিইউ জোটে অস্থিরতার পরে, তা এবার ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিহারের রাজনৈতিক মহলে এই নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে আরজেডি (RJD) বিধায়ক সুধাকর সিংয়ের (Sudhakar Singh) ক্রমাগত আপত্তিকর মন্তব্যে আপত্তি জানিয়েছেন জেডিইউ নেতা (JDU) উপেন্দ্র কুশওয়াহা।
আসলে, গত বেশ কয়েকদিন ধরে, সুধাকর সিং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত বক্তব্য করে চলেছেন, কিন্তু দলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। বরং এ ক্ষেত্রে আরজেডির তরফে বলা হয়েছে যে এগুলি সুধাকর সিংয়ের ব্যক্তিগত বিবৃতি, যার সাথে দলের কোনও সম্পর্ক নেই।
এদিকে, জেডিইউ দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান উপেন্দ্র কুশওয়াহা দুঃখ প্রকাশ করে বলেছেন যে, নীতীশ কুমার তাঁর ভাইয়ের মতো এবং কেউ যদি তাঁর বিরুদ্ধে অশ্রাব্য গালি দেয় এবং বিতর্কিত কথা বলে, তবে তাঁর পক্ষে চুপ থাকা কঠিন। কুশওয়াহা আরও বলেন যে, রাজনীতি হোক। তাতে জোট আলাদা হোক অথবা না হোক, সব ঠিক আছে কিন্তু নীতীশ কুমারের জন্য সুধাকর সিং যেরকম শব্দ ব্যবহার করেছেন তা কোনও ব্যক্তির পক্ষে উপযুক্ত নয়।
এই বিষয়ে তিনি আরও বলেন যে, সুধাকর সিং এমন একজন নেতার নামে এইসব বলছেন যাকে বিহারের মানুষ ভালোবাসা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী করেছে। তাঁকে জোট সম্পর্কিত বিষয় নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, তিনি জানেন না কী হবে, তবে জোট ভাঙার কথা ভেবে মুখ বন্ধ করে থাকলে সেটা রাজনৈতিক তথা বৃহত্তর স্বার্থে বড়সড় ক্ষতির সমতুল্য।