‘লিপস্টিকওয়ালিরা হক কেড়ে নেবে’, সংরক্ষণ নিয়ে মহিলাদের কুরুচিকর আক্রমণ I.N.D.I.A নেতার

বাংলা হান্ট ডেস্ক: মহিলা সংরক্ষণ আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আরজেডি (RJD) নেতা আব্দুল বারি সিদ্দিকি (Abdul Bari Siddiqui)। শুক্রবারই মহিলা সংরক্ষণ বিলে (Woman Reservation Bill) সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। যার ফলে এটি আইনে পরিণত হয়েছে। আর সেই ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে মুখ খুলে চরম বিতর্কে জড়ালেন আরজেডি নেতা।

আব্দুল‌ বারি সিদ্দিকি বলেন, ‘এখন লিপস্টিক লাগিয়ে আর ববকাট চুল কেটে এসে নারীরা আমাদের অধিকার কেড়ে নেবে।’ এরপরই তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের উচিত অনগ্রসর শ্রেণির (OBC) নারীদের জন্যও সংরক্ষণ করা।’

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যেখানে উত্তরপ্রদেশের মুজফফরনগরে ওবিসি সম্প্রদায়ের এক সমাবেশে এই বক্তব্য রেখেছেন। তখনই তাঁকে বলতে শোনা যায়, এখন লিপস্টিক (Lipstick) লাগিয়ে আর ববকাট চুল কেটে এসে মহিলারা আমাদের অধিকার কেড়ে নেবে। কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভা এবং বিধানসভায় ওবিসি সম্প্রদায়ের মহিলাদের জন্যও সংরক্ষণ করা হোক। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দলের তরফে বারি সিদ্দিকির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে।

অন্যদিকে, আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ ঝা-এর (Manoj Jha) মন্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তিনি মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলার সময় ঠাকুর-দেবতা নিয়ে মন্তব্য করেন।

modi

উল্লেখ্য, লোকসভায় (Lok Sabha) আলোচনার পর মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪ টি। মাত্র দুটি ভোট পড়ে এই বিলের বিরুদ্ধে। অন্যদিকে, রাজ্যসভায় (Rajya Sabha) বিনা বিরোধিতায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় মহিলা সংরক্ষণ বিল। এরপর এটি আইনে পরিণত হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার বিকেলে এই বিলে সইও করে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যার ফলে এবার থেকে লোকসভা এবং রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে। কিন্তু এই আইন নিয়ে এখনও বিতর্ক পিছু ছাড়ছে না।

Monojit

সম্পর্কিত খবর