বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিভিন্ন রাজ্য সমেত বিহারেও করোনার টিকাকরণের তৃতীয় ফেজ সোমবার থেকে শুরু হয়ে গিয়ছে। আর সেখানে এবার করোনার ভ্যাকসিন নিয়ে রাজনীতি শুরু হয়েছে। কোভিড-১৯ নিয়ে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিধায়ক এক আজব বয়ান দিলেন। লালু প্রসাদ যাদবের দলের বিধায়ক ভাই বীরেন্দ্র টিকাকরণ নিয়ে বলেন, আমরা প্রথমে তদন্ত করব তারপর টিকা নেব।
এর পাশাপাশি বিধায়ক এও বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজেদের জন্য স্পেশ্যাল ভ্যাকসিন বানিয়েছেন। আর ওনাদের যেই টিকা দেওয়া হচ্ছে, সেটা আমাদের দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, সোমবার থেকে বিহারের বিধায়ক, বিধান পরিষদ আর বিধানসভার কর্মচারীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর সেই দিনই RJD বিধায়ক করোনার ভ্যাকসিন নিয়ে এই মন্তব্য করেন।
আরেকদিকে, রাজ্যের বিধায়ক, বিধান পরিষদ আর বিধানসভার কর্মচারীদের টিকা বিধানসভা ভবনেই দেওয়ার কথা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে টিকাকরণের স্থান বদল করা হয়। এবার টিকাকরণ রাজ্যের রাজধানী পাটনার আইজিআইএমএস হাসপাতালে হবে। উল্লেখ্য, বিহার সরকার কেন্দ্র সরকারের গাইডলাইন ফলো করে এই সিদ্ধান্ত নিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার নিজের জন্মদিনের দিনে টিকা লাগাচ্ছেন।
টিকাকরণ নিয়ে IGIMS হাসপাতালে প্রস্তুতি চলছে। হাসপাতালের সুপার জানান, করোনার টিকা নেওয়ার পর মুখ্যমন্ত্রী ৩০ মিনিট নিরীক্ষণের মধ্যে থাকবেন। স্বাস্থ্য বিভাগ অনুযায়ী, আজ বিহারের দুজন ডেপুটি মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ আর রেণুদেবীও টিকা নেবেন।