দিল্লি-মুম্বাইয়ে এবার নর্দমাতেও ভাইরাসের RNA! ওমিক্রনের ভ্যারিয়েন্ট চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের

বাংলা হান্ট ডেস্ক : ওমিক্রনের নতুন ভ্যারিয়্যান্ট বিএফ.৭ (Omicron Sub-Variant BF.7) ছড়িয়ে পড়ছে ভারতে (India)। মারণ এই ভাইরাস নিয়ে প্রতি মুহূর্তে বাড়ছে দুশ্চিন্তা। এই সংকটজনক অবস্থায় দেশের দুই বড় শহরে ভাইরাসের উপস্থিতি নিয়ে নতুন তথ্য দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya)। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, দিল্লি এবং মুম্বইয়ের নর্দমায় ভাইরাসের আরএনএ-র হদিশ মিলেছে।

এই পরিস্থিতিতে জনগণকে মাস্ক পরতে এবং ভীড় এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। ভাইরাস বিশেষজ্ঞদের মতে কোনও এলাকায় ভাইরাস ছড়িয়ে পড়লে নিকাশি নালাতেও তার খোঁজ মেলে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দফায় দফায় রাজ্যগুলিকে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। অক্সিজেন, ভেন্টিলেটর, বাইপ্যাপের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতা মূলক হচ্ছে করোনা পরীক্ষা।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, কোভিড-১৯ রুখতে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়। জনতার পাশাপাশি পরিবেশের উপরও নজর রাখা হচ্ছে। নর্দমাতেও ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করা হচ্ছে। দিল্লি এবং মিুম্বইয়ের নর্দমায় ইতিমধ্যেই ভাইরাসের আরএনএ পাওয়া গিয়েছে। করেনা ভাইরাস জল থেকে ছড়ায় না। কিন্তু, বিশেষজ্ঞদের মতে, কোনও এলাকায় ভাইরাসের সংক্রমণ খুব বেশি হলে সেখানের নিকাশি নালাতেও তার সন্ধান মেলে। এই পরিস্থিতিতে বহু মানুষের জমায়েতে না যাওয়ার পরামর্শ এদিন দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

শীতের উৎসবরে মরশুমে করোনার নতুন সাব ভ্যারিয়্যান্টের চোখ রাঙানি। বড়দিন এবং বর্ষশেষের উৎসব, পিকনিকে ভিড় থেকে আরও একবার সংক্রমণ ছড়ানোর আতঙ্ক গ্রাস করছে সকলকে। সংক্রমণ রুখতে উৎসবের মরশুমে মাস্ক পরা, করোনা বিধি মেনে চলার উপরে রাজ্যগুলিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। নিরাপদে থাকতে দূরত্ববিধি মেনে চলার পরামর্শও দিয়েছে কেন্দ্র।

করোনা চিকিৎসার পরিকাঠামোয় নজর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। করোনা মোকাবিলায় টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিন (Test-Track-Treat-Vaccinate) নীতি নিয়ে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ওমিক্রনের নতুন ভ্যারিয়্যান্ট BF.7 (Omicron Sub-Variant BF.7) যাতে দ্রুত চিহ্নিত করা যায় সেই লক্ষ্যে সমস্ত পজেটিভ নমুনা জেনোম সিকোয়েন্সিং করতে নির্দেশ দেওয়া হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর