সনাতন গরাই,দুর্গাপুর: দুর্গাপুর যেন দুর্ঘটনার আঁতুর ঘরে পরিণত হয়েছে।ফের কাজে যাওয়ার সময় গ্যামন ব্রিজে দশ চাকা ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো সবিতা কর্মকার নামে এক মহিলার।মঙ্গলবার সে যখন গ্যামন ব্রিজ এর পাশে একটা রোটারী ঘুরছিলো তখন একটি ট্রাক এসে ওই মহিলাকে ধাক্কা মারে এবং ঘাতক লরিটি ঘটনাস্থল থেকে পালায়।স্থানীয় মানুষজন নিকটবর্তী কোকোভেন থানায় খবর দেয়।
স্থানীয় মানুষ এবং পুলিশ অসংখ্যাজনক ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।মৃতা সবিতা কর্মকার দুর্গাপুরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা।এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ চলে পথ অবরোধ,পরে পুলিশ এসে স্বাভাবিক করে দেয়।
গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকায় দিনের পর দিন পথদুর্ঘটনায় মৃত্যুর মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে।পুলিশ থাকা সত্ত্বেও কি করে ঘটলো দুর্ঘটনা এমনকি মেরে ট্রাকটিও চলে গেল সেইদিকে কি নজর গেল না পুলিশের।
এলাকার মানুষের দাবি অবিলম্বে ট্রাফিক ব্যাবস্থা উন্নতি না করলে আরো কত মানুষকে এই ভাবে মরতে হবে কারোর জানা নেই।