পাকিস্তানে ভয়ানক দুর্ঘটনা, চারিদিকে বয়ে গেল রক্তের বন্যা! মৃত অন্তত ৩০

বাংলা হান্ট ডেস্ক : তীব্র গতিতে আসছিল বাসটি, অপরদিক থেলে ঝড়ের মতো ধেয়ে আসে একটি গাড়ি। দ্রুতগতিতে আসছিল দুটি গাড়িই। কেউই কাউকে রাস্তা ছাড়ল না। আর তার জেরেই মুখোমুখি সংঘর্ষ  হল বাস ও গাড়িটির মধ্যে। ছিটকে খাদে পড়ল দুটি গাড়িই। ভয়ংকর এই দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত আরও ১৫ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া এলাকায়। পাকিস্তান পুলিস জানাচ্ছে, গিলগিট থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল বাসটি। অন্যদিকে, উল্টোদিকে শিতিয়াল থেকে তীব্র গতিবেগে আসছিল ওই গাড়ি।

জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও গাড়ির মধ্যে। সংঘর্ষ এতটাই মারাত্মক হয়েছিল যে রাস্তার ধারের খাদে ছিটকে পড়ে যায় বাস ও গাড়িটি। এলাকার বাসিন্দারা ভয়াবহ দুর্ঘটনার খবর দেন পুলিস-প্রশাসনের কাছে। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাতেই উদ্ধারকাজ শুরু হয়। জানা গিয়েছে, এখনও অবধি ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে আরএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত হয়ে যাওয়ায়, উদ্ধারকাজ থামিয়ে দিতে হয়। আজ, বুধবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করা হয়।

গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খলিদ খুরশিদ জানান, ‘স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে যথাসাধ্য সাহায্য করছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। যোগাযোগ ও উদ্ধারকাজের জন্য একটি স্পেশাল কন্ট্রোলরুমও তৈরি করা হয়েছে। অপরদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন। আহতদের যাতে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাও নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট আরিফ আলভিও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলে জানা যাচ্ছে।

accident

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়, বরং নিত্যনৈমিত্তিক ব্যাপার। খারাপ রাস্তা, অনিয়ন্ত্রিত যানবাহন এবং অপেশাদার চালকদের কারণে মাঝেমধ্যেই বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে। গত ২৯ জানুয়ারি বালোচিস্তানের লাসবেলায় একটি গাড়ি সেতুর তলায় পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটিতে আগুন লেগে যায়। এরপর সেটি খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ৪৮ জনের মধ্যে ৪১ জনই ওই দুর্ঘটনায় প্রাণ হারান। সেটি কোয়েত্তা থেকে করাচি যাচ্ছিল বলে পাক সংবাদমাধ্যম জানিয়েছে।

বছর তিনেক আগে একটি যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারে প্যাসেঞ্জার ট্রেন। ঘটনায় মৃত ৩০ জন, আহত আরও ২৫-৩০ জন যাত্রী। সিন্ধ প্রদেশের সুক্কুর জেলার রোহারি জংশনের কাছে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। করাচি থেকে লাহোর যাচ্ছিল পাকিস্তান এক্সপ্রেস, সেই সময় রোহারি জংশনের কান্ধরা ক্রসিং দিয়ে একটি সারগোধাগামী যাত্রীবোঝাই বাস যাচ্ছিল-এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় বাসটি।


Sudipto

সম্পর্কিত খবর