অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস আর লড়ির মধ্যে ভয়ানক সংঘর্ষ! ঘটনাস্থলেই প্রাণ হারালেন ১৩ জন, আহত ৪

বাংলা হান্ট ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার বলদুরতি মণ্ডলের মদারপুর গ্রামের পাশে রবিবার সকালে বাস আর লড়ির মধ্যে ভয়ানক টক্কর হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে আর ৪ জন আহত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আজকের এই দুর্ঘটনা দু’দিন আগের দুর্ঘটনার স্মৃতি তাজা করে দিল। দু’দিন আগে বিশাখাপট্টনামে আরাকুর পাশে অনন্তগিরিতে একটি বাস খাদের মধ্যে পড়ে যায়। সেই বাসে ৩০ জন যাত্রী সওয়ার ছিলেন। ৩০ জনের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর