ট্র্যাফিক পুলিশের জনসচেতনতা প্রচারপাঠ দিচ্ছে একরত্তি, পুরস্কৃত করা হল তাকে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : এখন হেলমেটের অভ্যাস পাঠ দিচ্ছে এক শিশু।বছর তিনের ওই শিশুকে দেখা যাচ্ছে জনসচেতনতা প্রসারে।
যখন রাতের শহরে নাকাতল্লাশিতে যখন রোজ বহু হেলমেটহীন মোটর বাইক চালক ও আরোহী পুলিশের হাতে ধরা পড়ছে, চারপাশে ট্রাফিক আইন নিয়ে এত কড়াকড়ি কিছুই কাজে আসছেনা।সেই জায়গায় তিন বছরের সইফুল্লা খান হেলমেট পরে তবেই বাবার মোটর সাইকেলে চাপে।যা শিক্ষনীয় এই শহরে নিয়মভাঙা লোকেদের কাছে।

নিয়ম ভাঙার অভ্যস্ত এই শহরে পুলিশকর্মীরা ‘সেফ ড্রাইভ, সেভ লাইফের’ এমন স্বাভাবিক ‘অ্যাম্বাসাডর’ পেয়ে যারপরনাই খুশি এবং তাকে পুরস্কৃত করা হচ্ছে নানাভাবে। চকোলেট থেকে খেলার পুতুল কিছুই বাদ নেই তার উপহার তালিকায়।

X