বাংলা গ্রাম সড়ক যোজনা প্রকল্পের নিম্নমানের রাস্তা তৈরি আসবাবপত্র ব্যবহারের প্রতিবাদে রাস্তা কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ বিজেপির

BanglaHunt : পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক অন্তর্গত খারুই থেকে বারশিউড়ি পর্যন্ত বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের প্রায় 6.15 কিলোমিটার রাস্তা তৈরি কাজ শুরু করেন। বিজেপির অভিযোগ সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে যে রাস্তা তৈরিতে রাজনৈতিক রং দেখে কাজ হবে না।
কিন্তু রাস্তা তৈরিতে রাজনৈতিক দল দেখে কাজ করছে।রাস্তার নিম্নমানের মিটি এলস ব্যবহার করছে ওই সংস্থা, রাস্তার উপরে ইলেকট্রিক খুঁটি রয়েছে যেকোনো সময় দুর্ঘটনা ঘটবে এগুলো সরানোর কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বিভিন্ন দাবি নিয়ে রাস্তার কাঠের গুড়ি ফেলে দলীয় পতাকা লাগিয়ে অবরোধ করেন বিজেপি।
aa3a7 475618 roads4অপরদিকে খারুই অঞ্চলের প্রধান শেখ সিরাজুল সাহেব বলেন আমরা রাস্তা তৈরি করার জন্য একটি সর্বদলীয় কমিটি গঠন করেছি। কারক কিছু ক্ষোভ বা কাজের ত্রুটি থাকলে কমিটি কে জানাতে পারতেন। তা না করে রাজনৈতিক উত্তপ্ত করার জন্য ওরা এই কাজ করেছে। শহীদ মাতঙ্গিনী ব্লক এর সভাপতি দিবাকর জানা জানান বিজেপি উন্নয়ন চাই না গোটা রাজ্যে ওরা উদ্ভূত হয়েছে। যে স্কীমে কাজ হচ্ছে সেই স্কীমে কাজ হবে ওদের বুকের পাটা থাকলে ওরা আট কাক।
সাধারণ মানুষেরা কোনদিন উন্নয়ন চাই না। রাজনৈতিক স্বার্থে এলাকা উত্তপ্ত করতে চাই ওরা বলেন মাতঙ্গিনী ব্লক এর সভাপতি।

সম্পর্কিত খবর