সিনেমার কায়দায় দুঃসাহসিক ডাকাতি! অশোকনগরে সিভিক ভলান্টিয়ারদের বেঁধে লুট দুটি সোনার দোকান

বাংলাহান্ট ডেস্ক : গতরাতে দুঃসাহসিক ডাকাতির সাক্ষী থাকল অশোক নগরের (Ashok Nagar) বাসিন্দারা। সিভিক ভলান্টিয়ার্স (Civic Volunteers) এবং নিরাপত্তারক্ষীদের (Security Guard) বেঁধে রেখে পরপর দু’টি সোনার দোকানে (Jewelry Shop) লুটপাট চালাল একদল দুষ্কৃতী। বুধবার মাঝরাতের এই ভয়ংকর ঘটনায় তীব্র শোরগোল ছড়িয়েছে এলাকা জুড়েই। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে শ্রীকৃষ্ণ পঞ্চায়েত এলাকার নুরপুর বাজারে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাইকে চেপে ১৫ জন দুষ্কৃতী বাজারটিতে হামলা করে। তাদের প্রত্যেকের হাতে ছিল বোমা এবং আগ্নেয়াস্ত্র। রাতে বাজার এলাকার পাহাড়া দেন সিভিক ভলান্টিয়ার্স এবং বাজারের নিরাপত্তারক্ষীরা। তাঁদের দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতীরা। খুলে নেওয়া হয় প্রত্যেকটি সিসিটিভিও। জানা যাচ্ছে, পরপর দু’টি সোনার দোকানে লুটপাট চালায় তারা। তালা ভেঙে দোকানের যাবতীয় সোনা-রুপোর গয়না এবং মূল্যবান সম্পত্তি লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। অন্তত লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না লুঠ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রকাশ।

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। আধিকারিকরা সিভিক ভলান্টিয়ার্স ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করছে। তবে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। বাজারের দোকানের মালিকরা জানান, গত ১০-১৫ বছরে এমন ডাকাতির ঘটনা এই এলাকায় ঘটেনি।

এখন প্রশ্ন হলো কারা এই ঘটনা ঘটাল? এর পিছনে কি স্থানীয় কারোর যোগ রয়েছে? এখন তাই খতিয়ে দেখছে পুলিশ। তবে যেভাবে নিরাপত্তার দায়িত্ব থাকা সিভিক এবং নিরাপত্তারক্ষী-সহ মোট ৫ জনকে বেঁধে রেখে ডাকাতি করা হয়েছে তা নিয়ে সন্দেহ বাড়ছে প্রশাসনের। আপাতত সবদিক তদন্ত করে দেখছে পুলিশ।


Sudipto

সম্পর্কিত খবর