রাতের অন্ধকারে পার্থর বাগান বাড়িতে দুঃসাহসিক চুরি, টাকা না গুরুত্বপূর্ণ নথি লোপাট? উঠছে প্রশ্ন

বাংলাহান্ট ডেস্ক : বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাগান বাড়িতে দুঃসাহসিক চুরি। জানা যাচ্ছে গতকাল রাত একটা বাড়ির তালা ভেঙে চোর ঢোকে। প্রতক্ষ্যদর্শীদের বয়ান অনুসারে, রাত একটার সময় চার জন চোর আসে। পাঁচিল টপকে বাড়িতে ঢোকে তারা। তারপর সদর দরজার তালা ভাঙে। বস্তায় ভরে বেশ কিছু নথি অথবা টাকা নিয়ে পালায় চোরেরা। শুধু তাই নয় আরও জানা যাচ্ছে, চোরেরা একটি চারচাকা গাড়িতে করে আসে চুরি করতে। স্থানীয় লোকজন তাদের আটকাতে গেলে হুমকি দেয় চোরেরা।

কারা এই চুরির সঙ্গে জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিগত কয়েক দিন ধরে ইডি যে পরিমাণ তল্লাশি শুরু করেছে তাতে গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কত টাকা চুরি হয়েছে বা কী কী জিনিস তা এখনও পর্যন্ত জানায়নি প্রশাসন। এক প্রতক্ষদর্শী জানান, ‘চার জন লোক এসেছিল। লম্বা লম্বা লোক। একজনের মাথায় টাক আছে। তারা এসে তালা ভাঙল। আমরা কী হয়েছে দেখতে গেলে আমাদের হুমকি দেয়, বাড়ির ভিতর চলে যা নাহলে খুব খারাপ হয়ে যাবে। তখন আমরা চলে আসি ওখান থেকে। কারুর মুখ চিনতে পারিনি আমরা।’

অনেকেই মনে করছেন গুরুত্বপূর্ণ কোনও নথিই সরানো হয়েছে পার্থর বাগান বাড়ি থেকে। কিন্তু পার্থ এখন ইডি হেফাজতে। তাই বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ রাখা সম্ভব নয়। তাহলে কার নির্দেশে এই চুরি হলো? বস্তায় ভরে কী এমন এত গোপন জিনিস গেল? টাকা হওয়ার সম্ভাবনা কম কারণ যে পরিমাণ টাকা ও সম্পত্তি এই কয়েক দিনে উদ্ধার হয়েছে তার কাছে এক বস্তা টাকা কিছুই না। তাহলে নথি চুরি হওয়ার সম্ভাবনাই বেশি বলেই মনে করছেন অনেকে।

কিন্তু কী এমন নথি যার এত বিপদ মাথায় নিয়েও সরিয়ে ফেলতে হলো? সেই নথি হাতে পেলে কারও কি মুখোশ খুলে যেত? নাকি সমস্যায় পড়তো তৃণমূল? এই রকম একাধিক প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষার করতে হবে আরও কিছুটা সময়। পুলিশ তদন্ত চালাচ্ছে। সেই তদন্তের রিপোর্ট কী আসে সেটাই দেখার জন্য মুখিয়ে আন জনতা।

Sudipto

সম্পর্কিত খবর