এই মুহূর্তে স্যোসাল মিডিয়ায় ট্রোলের অন্যতম প্রধান বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। এখন নিয়ম করে রবি শাস্ত্রীর ট্রল হওয়াটা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। রবি শাস্ত্রী টুইটারে ছবি পোষ্ট করলেই চারিদিক থেকে বিভিন্ন ট্রল ভেসে আসছে রবি শাস্ত্রীর জন্য। ফের ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ট্রোলের শিকার হলেন বুধবার। বুধবার তিনি নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোষ্ট করেন তারপর থেকে ট্রল শুরু হয় সেই ছবি নিয়ে।
রবি শাস্ত্রীর সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি বাঁহাতে স্পিন বোলিং করছেন। ইন্ডোরে প্রথম টেষ্টের জন্য ভারতীয় দল যখন অনুশীলন করছিলেন সেই সময় তাকে এই ভঙ্গিমায় দেখা যায়। শাস্ত্রী সেই ছবি পোষ্ট করে লিখেছিলেন ‘পুরোনো অভ্যাস সহজে যেতে চাই না।’ আর এটা লেখার জন্যই তাকে নিয়ে ক্রিকেট ভক্তরা ব্যাংবিদ্রূপ শুরু করেন।
রবি শাস্ত্রীর এই ছবি পোষ্ট করার পর এক ক্রিকেট সমর্থক বিদ্রুপ করে লিখেছেন এবার থেকে হেড কোচ কেও দিতে হবে ইয়ো ইয়ো টেষ্ট। আরেক সমর্থক খোঁচা দিয়ে লিখেছেন এবার মনে হয় কুলদ্বীপ,জাদেজা, চাহালের প্রতিদ্বন্দ্বী চলে এল ভারতীয় ক্রিকেটে। অনেকেই আবার লিখেছেন শাস্ত্রীর বোলিং অনুশীলন দেখে মনে হচ্ছে ইডেনে গোলাপি বলের টেষ্টে ফের অভিষেক হতে চলেছে রবি শাস্ত্রীর। উল্লেখ্য, বোলার হিসাবে খুব একটা খারাপ ছিলেন না রবি শাস্ত্রী। ভারতীয় দলের হয়ে টেষ্টে 151 টি এবং ওয়ানডেতে 129 টি উইকেট নিয়েছেন রবি শাস্ত্রী।