করোনার বিরুদ্ধে লড়াইকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করলেন রবি শাস্ত্রী।

এই মুহূর্তে করোনা ভাইরাস পুরো দেশজুড়ে জাঁকিয়ে বসেছে। দিনের পর দিন ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে পুরো দেশ একজোট হয়ে লড়াই করছেন। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী এই করোনা মহামারীকে বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করছেন। রবি শাস্ত্রীর মতে এই মারণ ভাইরাস হচ্ছে ‘মাদার অফ অল ওয়ার্ল্ড কাপ।’

সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিও বার্তা জারি করে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রী জানালেন করোনার বিরুদ্ধে লড়াই আমাদের কাছে অর্থাৎ ভারতবাসীর কাছে একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাড়া করার মত। রবি শাস্ত্রী বলেন একটা বিশ্বকাপ জিততে গেলে যেমন আমাদের সকলকে নিজেদের অনেক কিছু ত্যাগ করতে হয়, তেমনই করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে তেমন অনেক কিছু আমাদের ত্যাগ করতে হবে। সেই সাথে রবি শাস্ত্রী বলেন ক্রিকেটে যেমন ম্যাচের শেষ বল না হওয়া পর্যন্ত হার না মানা মানসিকতা নিয়ে লড়াই করতে হয় তবেই ম্যাচ জেতে যায়, তেমনি করোনার বিরুদ্ধে একদম শেষ সময় পর্যন্ত হার না মানা মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। তবেই এই মারন ভাইরাসের বিরুদ্ধে আমরা জয়ী হবো।

259407629ed774a61536d581d945833f3c6bcc149d57e1e907997477eb0a9fe29a80b3b50

সেই সাথে কোহলিদের হেডস্যার রবি শাস্ত্রী বলেন করোনার বিরুদ্ধে লড়াই আর পাঁচটা সাধারণ বিশ্বকাপের মতো নয়, এটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ। যেখানে মাত্র এগারো জন ভারতীয় নয়, লড়াই করতে হচ্ছে 140 কোটি ভারতীয়কে। শাস্ত্রীর মতে বাড়িতে থেকে এবং সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখেই একমাত্র এই মারন ভাইরাসের বিরুদ্ধে আমরা জয়ী হবো।

Udayan Biswas

সম্পর্কিত খবর