করোনা ভাইরাসের দরুন ভয়াবহ অবস্থা চীনে, খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে রোবটের মাধ্যমে

বাংলাহান্ট ডেস্কঃ চীনের সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ( Corona vairas) আতঙ্ক। এই ভাইরাসের মোকাবিলায় চীনের (chaina) পাশে এসে দাঁড়িয়েছে ভারত। বলা হয়েছে, ব্যক্তিগত নিষেধাজ্ঞা সরিয়ে রোগ প্রতিরোধে প্রয়োজনীয় মাস্ক সরবরাহ করা হবে চীনে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চীনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যা সবথেকে বেশি, ১০৩ জন। মঙ্গলবার হুবেই স্বাস্থ্য কমিশনের তরফ থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিসিসির রিপোর্টে এই কথা জানানো হয়। তবে আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ কমেছে বলেও জানাও হয়।


ক্রমশ ছড়িয়ে পড়তে থাকা এই ভাইরাসের মোকাবিলা করতে চীনের নানজিংয়ের একটি হাসপাতাল এক অত্যাধুনিক পদ্ধতির ব্যবহার শুরু করেছে। রোগীর কাছে তার প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে রোবট(robot)। ভাবতে অবাক লাগলেও এই ভাইরাসের হাত থেকে অন্যান্যদের সুরক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

ধারণা করা হচ্ছে স্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে সর্বত্র। কিন্তু হাসপাতালে রোগীর দেখভাল, তাকে ওষুধ দেওয়া, তার সেবা করা, খাবার দেওয়ার জন্য ডাক্তার এবং নার্সদের তার কাছে যেতেই হয়। তাই হাসপাতাল কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করে নানজিংয়ের এই হাসপাতাল। রোগীর প্রয়োজনীয় জিনিস রোবটের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হবে।

এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার ওষুধ বা ইনজেকশন যেহেতু এখনও তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি, তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে WHO এর মতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই রোগের প্রতিষেধক আবিষ্কার করে ফেলবে বিজ্ঞানীমহল।

সম্পর্কিত খবর