বাংলাহান্ট ডেস্ক : সেনা জওয়ানদের জীবন যে কতটা কঠিন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের সুরক্ষায় অটল থাকেন তাঁরা। ভারতীয় (India) সেবাহিনীর বীরত্ব, বিক্রমের প্রশংসা তো সকলেই করে থাকেন। এমনকি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর সেনাবাহিনীর কথা উঠলে ভারতের ‘মার্কোস’ এর প্রসঙ্গ উঠবে।
বিশেষ ফোর্স তৈরি করতে চলেছে ভারতীয় (India) সেনাবাহিনী
তবে ভারতীয় (India) সেনাবাহিনী হোক বা অন্য যেকোনো দেশের সেনা, সকলেরই একটা সীমাবদ্ধতা আছে। কারণ বাহিনীতে থাকা সব জওয়ানরাই মানুষ। প্রত্যেকেরই দৈহিক এবং মানসিক শক্তির একটা সীমা রয়েছে। সবার দিন সবসময় সমান ভালো খারাপও যায় না। তাই সব জওয়ানের (India) পক্ষে প্রতিদিন সমান ভাবে পারফর্ম করা হয়ে ওঠে না। কথাতেই আছে, মানুষ রোবট না। যা মানুষ করে উঠতে পারে না, অনেকসময় তা করে দেখায় রোবট। আর এমনি একটি ‘বিশেষ’ বাহিনী গড়ে তোলার কথাই এবার চিন্তা ভাবনা করছে ভারতীয় (India) সেনা।
কী বিশেষত্ব এই বাহিনীর: শুনতে অবিশ্বাস্য লাগলেও এবার প্রযুক্তির সাহায্যে তৈরি হতে চলেছে জওয়ান। ভারতীয় (India) সেবায় যোগ দিতে চলেছে স্পেশ্যাল রোবোটিক ফোর্স, যাদের দেখতে অবিকল সেনা জওয়ানদের মতো হলেও আসলে তারা মানুষ নয়, হবেন রোবট। জানা গিয়েছে, এই রোবট সেনা জওয়ানদের (India) বডি হবে ৫-৬ ফুট উচ্চতার, বুলেটপ্রুফ। দু হাতে অস্ত্র চালনার ক্ষমতা রাখবে এই বিশেষ রোবট জওয়ানরা। যেকোনো সাধারণ রোবটের তুলনায় এরা অনেক দ্রুত চলতে পারবে এবং যেকোনো দিকে ঘুরতে পারবে। পাশাপাশি শত্রুর উপরে টানা নজরদারি এবং মুখোমুখি লড়াই চালাতেও সক্ষম হবে এই রোবোটিক ফোর্স।
আরো পড়ুন : TRP পেতে অনিককে “ব্যবহার”, আরাত্রিকার সঙ্গেও “অবিচার”! সারেগামাপা মিটতেই তোপের মুখে জি বাংলা
কঠিন চ্যালেঞ্জের মুখে বিজ্ঞানীরা: ইতিমধ্যেই এই বিশেষ ফোর্স তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, সবকিছু ঠিকঠাক চললে ২০৪০ সালেই রোবোটিক ফোর্স যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাবে। বর্তমানে ভারতীয় (India) সেনাবাহিনীতে ‘মিউল’ এর মতো রোবোটিক ডিভাইস ব্যবহৃত হচ্ছে। সঙ্গে বম্ব স্কোয়াডেও হচ্ছে রোবোটিক প্রযুক্তির ব্যবহার। কিন্তু রোবোটিক ফোর্স তৈরির চ্যালেঞ্জ অনেক বেশি জটিল। বিশেষ করে বিজ্ঞানীরা বলছেন, যুদ্ধক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে কো অর্ডিনেশন তা বজায় রাখার প্রযুক্তি খুঁজতে হবে। রোবটরা যাতে সব নির্দেশ সঠিক ভাবে বুঝতে পারে তার জন্য ইন্টিগ্রেটেড লাইফ কমিউনিকেশন জরুরি।
আরো পড়ুন : দুদিনের TRP! ফের স্বমূর্তি ধরল ‘জগদ্ধাত্রী’, গল্প ফুরানোর চিন্তায় “মোক্ষম” মোড় আনল ‘কথা’
চিন, আমেরিকার মতো দেশগুলি রোবট আর্মি তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ভারতও (India) সেদিকে দ্রুত এগোচ্ছে। তবে তার আগে বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে হবে বিজ্ঞানীদের। এই রোবোটিক ফোর্স ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা যে বহুগুণে বৃদ্ধি করবে তা বলার অপেক্ষা রাখে না।