অবাক কাণ্ড! চিনে নিজে থেকেই লঞ্চ হয়ে গেল আস্ত রকেট! তারপরে যা ঘটল….ভাইরাল ভিডিও

   

বাংলা হান্ট ডেস্ক: বিভিন্ন সব উদ্ভট ঘটনার কারণে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে পড়শি দেশ চিন (China)। যেগুলি সম্পর্কে জানার পর অবাক হন প্রত্যেকেই। তবে, এবার যে কাণ্ডটি ঘটেছে তা কার্যত নজিরবিহীন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনে গত রবিবার “দুর্ঘটনাবশত” আস্ত একটি রকেট লঞ্চ হয়ে যায়। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এবার ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে।

পাশাপাশি, ওই রকেটটির স্ট্রাকচারাল ফেলিওরের কারণে সেটি একটি পাহাড়ের ওপরে গিয়ে পড়ে বলেও খবর মিলেছে। রকেটের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা এই তথ্য জানিয়েছে। স্পেস পাইওনিয়ারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হেনান প্রদেশের গংগি কাউন্টির কেন্দ্রে স্থল পরীক্ষার সময় অপ্রত্যাশিতভাবে তিয়ানলং-৩ রকেটটির উৎক্ষেপণ ঘটে। এদিকে, স্পেস পাইওনিয়ার বেইজিং তিয়ানবিং টেকনোলজি নামেও পরিচিত।

কারোর আহত হওয়ার খবর নেই: সংস্থাটি বলেছে যে সৌভাগ্যবশত রকেটটি গংগি শহরের পাহাড়ি এলাকায় গিয়ে পড়ে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারণ ওই রকেটের পরীক্ষার পরিপ্রেক্ষিতে এলাকাটি খালি করে দেওয়া হয়েছিল বলেও জানানো হয়।

আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে নয়, টিম ইন্ডিয়ার সাথে কবে যুক্ত হচ্ছেন নতুন কোচ? রাখঢাক না রেখে জানালেন জয় শাহ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্পেস পাইওনিয়ার হল চিনের কয়েকটি বেসরকারি মহাকাশ সেক্টরের কোম্পানির মধ্যে অন্যতম একটি। যেটি পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরি করছে। পাশাপাশি, ওই সংস্থা চিনকে স্পেসএক্সের স্টারলিঙ্কের মতো নিজস্ব উপগ্রহমণ্ডল স্থাপন করতে সহায়তা করবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: উদারতার অনন্য নজির! নিজে টাকা দিয়ে ১১৫ জনের চাকরি বাঁচালেন রতন টাটা, ধন্য ধন্য করছে সারা দেশ

ঘটে প্রচণ্ড বিস্ফোরণ: এদিকে হংকং থেকে প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্ট রবিবার জানিয়েছে যে, ইতিমধ্যেই এই রকেট লঞ্চ হওয়ার বিষয়টি গংগি শহরের ফ্ল্যাটের বাসিন্দারা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন। যেখানে দেখা গিয়েছে ওই রকেটটি উপরে ওঠার সময়ে সেটি থেকে ঘন ধোঁয়া বেরিয়ে আসছে। জানা গিয়েছে যে ওই রকেটটিতে কেরোসিন এবং লিকুইড অক্সিজেনের জ্বালানি ছিল। পাশাপাশি ওই দুর্ঘটনার সময়ে বড় বিস্ফোরণ ঘটে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর