বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে শিরোনামে উঠে এসেছে রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) গানের প্যারডি গেয়ে শিরোনামে আসা রোদ্দুর রয়কে (Roddur Roy) নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। দোলের আগের দিন সেখানে কয়েকজন ছাত্রী নিজের পিঠে রোদ্দুর রয়ের অশ্লীল গান লিখে ভাইরাল হয়ে যায়। এরপরই রোদ্দুর রয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মিডিয়া।
রোদ্দুর রয়ের বিরুদ্ধে থানায় অভিযোগও জমা পড়েছে। তাঁকে জেলে ভরে কঠোর শাস্তির দাবি করা হয়েছিল। কিন্তু তাতেও কিছু যায় আসেনা রোদ্দুর রয়ের। উনি উলটে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, গ্রেফতার করে যা করার করে নে।
এরপর আবার আজকে লাইভে এসে ভাষণ দেন রোদ্দুর রয়। উনি বলেন, আমি তো কাউকে প্ররোচনা দিইনি, ওঁরা পিঠে ওসব লিখলে আমার দোষ কেন? উনি আজকের ভিডিওতে চিরাচরিত ভাবে একের পর এক গালাগালি দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
https://www.facebook.com/roddurroyofficial/videos/2494831397288188/
তিনি নাম না করে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) আক্রমণ করে বলেন, যারা শুঁটিয়ে লাল করে দেব বলছে, যারা গুলি মারব বলছে তাঁদের কোন দোষ নেই? যত দোষ সত্যি বললেই? এরপর তিনি তৃণমূলের মন্ত্রী অরুপ বিশ্বাসের একটি উক্তি টেনে এনে মমতা ব্যানার্জীকেও (Mamata Banerjee) আক্রমণ করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ-নজরুল এর উত্তরসূরি উনি? উল্লেখ্য, তৃণমূল নেতা অরুপ বিশ্বাস বলেছিলেন মমতা ব্যানার্জীই নাকি রবিন্দ্রনাথ আর নজরুলের উত্তরসূরি। ওনার এই উক্তিতে ক্ষোভ প্রকাশ করেন রোদ্দুর রায়। এমনকি উনি প্রথম সারির কয়েকটি মিডিয়াকেও আক্রমণ করে ক্ষোভ প্রকাশ করেন।