নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা, সৌরভের জায়গায় ভারতীয় ক্রিকেটের মসনদে বিনির স্থান একপ্রকার নিশ্চিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হতে যাচ্ছে। কিছু ঠিকঠাক থাকলে ১৮ই অক্টোবরের পর থেকে সভাপতির পথে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে বসতে চলেছেন ১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেট শিকারী রজার বিনি। এক সপ্তাহ পরে যে নির্বাচন হতে চলেছে তাকে বলি একটা আনুষ্ঠানিকতা মাত্র।

কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিজেদের সংবিধান সংশোধন করার অনুমতি দিয়েছিল। ওই মুহূর্তে অনেকেই ভেবেছিলেন যে বিসিসিআইতে এইমুহূর্তে যারা গুরুত্বপূর্ণ পদগুলি অধিকার করে আছেন, তারা নিজেদের মেয়াদ আরও। বাড়িয়ে নেবেন। তবে, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুটি বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত বলা হয় যে সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হিসাবে মেয়াদ বাড়াতে চাইবেন না।

সৌরভের পরে ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলা বিনি এখন ৬৭ বছর বয়সী। দেশের জার্সিতে তিনি ২৭টি টেস্ট খেলে ৪৭টি উইকেট নিয়েছেন। ১৯৮৩ বিশ্বকাপে তিনি আটটি ম্যাচ খেলে নিয়েছিলেন ১৮ টি উইকেট। শুধু ভারতীয় দলের না, ওই বিশ্বকাপে সমস্ত দলের মধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি।

আপাতত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে বিসিসিআই, সেখানে প্রেসিডেন্ট পদে থাকছেন বিনির নাম। রাজীব শুক্লা থাকছেন সহ-সভাপতি হিসেবে। জয় শাহই ফের হবেন সচিব। দেবোজিৎ সাইকিয়া হবেন যুগ্ম সচিব।

সৌরভকে কেন বিসিসিআই সভাপতি করা হচ্ছে না সেই বিষয়েও একটা কারণ প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে যে সৌরভ আগামী আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনে লড়তে পারেন। সেই সম্ভাবনা অবশ্য অনেকদিন আগের থেকেই ছিল। মনে করা হয়েছিল যে সৌরভ যখন আইসিসি সভাপতি পদের জন্য লড়বেন তখন বোর্ড সভাপতি পদে উঠে আসবেন জয় শাহ। কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর