বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী সৃজলা গুহর (Srijla Guha) সঙ্গে বিচ্ছেদ। তারপরেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রোহন ভট্টাচার্যের (Rohaan Bhattacharjee) বিশেষ বার্তা, যা দেখে নেটিজেনদের একাংশ ‘খারাপ’ কিছুর আশঙ্কা করেছিলেন। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সংবাদ মাধ্যমেও শুরু হয় লেখালেখি। তারপরেই নিজে একটি ভিডিও বার্তায় যাবতীয় গুঞ্জনের অবসান ঘটান রোহন।
অভিনেতা বলেন, তাঁর কাছে প্রতিনিয়ত ফোন আসছে। সকলেই একই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। রোহন স্পষ্ট ভাষায় বলেন, “আমি মরছি না”। তাঁর আত্মহত্যার গুঞ্জন নিয়ে যে খবর গুলো ছড়িয়েছে সেগুলো ভুয়ো বলে দাবি অভিনেতার। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেকে লেখালেখি করছেন। আর এসবের নেতিবাচক প্রভাব পড়তে রোহনের মায়ের উপরে।
অভিনেতা বলেন, সৃজলা এখন তাঁর সবথেকে ভাল বন্ধু। এতদিন পর্যন্ত তাঁর জন্য শুধু ভালোই করে গিয়েছেন সৃজলা। তিনি কখনোই তাঁর মৃত্যুর কারণ হতে পারেন না। সবশেষে নেটিজেনদের কাছে রোহন আর্জি জানিয়েছেন, ভুয়ো খবর না ছড়াতে।
যে বার্তা নিয়ে এত শোরগোল কী লেখা ছিল সেখানে? শামসুর রহমানের উদ্ধৃতি ধার করে অভিনেতা লিখেছিলেন, ‘আমি যাচ্ছি চলে। হয়তো কোনোদিন আর আসবো না। তবে যেটুকু নিয়ে গেলাম তার প্রতিদান আমি দিতে পারবোনা’। এরপরেই শুরু গুঞ্জন।
https://www.instagram.com/tv/CdsFqt_j6NL/?igshid=YmMyMTA2M2Y=
রোহন অবশ্য আগেই জানিয়েছিলেন, ওই স্ট্যাটাসটি নাকি অভিনেত্রী পল্লবী দের উদ্দেশেই তিনি শেয়ার করেছিলেন। পল্লবীর সঙ্গে নাকি মাত্র গত সপ্তাহেই আলাপ হয়েছিল তাঁর। ‘মন মানে না’ সিরিয়ালের সেটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রোহন। সেখানেই আলাপ পল্লবীর সঙ্গে। খুব হাসিখুশি দেখেছিলেন অভিনেত্রীকে। সেই পল্লবীরই মৃত্যু সংবাদ বিশ্বাস করতে পারছেন না রোহন।