বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) রোহিঙ্গা মুসলিমদের (Rohingya Muslims) অনুপ্রবেশ করে এবং বসবাস, ভারতের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে অসুরক্ষিত হিসাবে বিবেচিত হয়। এই পরিস্থিতিতে ভারতে তাদের উপস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে রোহিঙ্গা মুসলমানরা তাদের নিজস্ব ফুটবল দল গঠন করেছে। এমনকি তারা স্থানীয় টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন।
রোহিঙ্গা এফসি
ফুটবল দলের নাম দেওয়া হয়েছে রোহিঙ্গা এফসি। নিজেদের অনুপ্রবেশ এবং অবৈধ স্থানান্তরকে না লুকিয়ে তারা বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সেইসঙ্গে তাঁদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ ন্যায়সঙ্গত বলেও মনে করছে তারা।
মানুষের মধ্যে থেকে রোহিঙ্গা বিদ্বেষ হাঁটাতে হবে
দিল্লীর ‘তরুণ রোহিঙ্গা নেতা’ আলী জওহর জানিয়েছেন, রোহিঙ্গা মুসলমানদের একটি নির্দিষ্ট মতাদর্শের সাথে চশমার মাধ্যমে দেখা হয়। তাঁদের সম্প্রদায় সম্পর্কে মানুষের মধ্যে প্রচুর ভুল তথ্য এবং ধারণা রয়েছে। ফুটবলের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে তারা বিশ্বকে এই বার্তা দিতে সক্ষম হয়েছে, তারাও আর পাঁচজনের মতই সাধারণ মানুষ।
Do you know that even amnesty acknowledges that Rohingya aka Bangladeshi slaughtered thousands of Hindus & Buddhists in Myanmar?
Yesterday you heard about Hyderabad Rohingya Football Club, today you get to see Hyderabad Rohingya Tv. Also, see how fascinating the comments are. pic.twitter.com/4zPe45UVAT
— Arun Pudur (@arunpudur) September 2, 2020
টুর্নামেন্টে অংশগ্রহণ
রোহিঙ্গা মুসলিমরা ২০১৮ সালে শরণার্থীদের জন্য জাতিসংঘের হাই কমিশন আয়োজিত একটি টুর্নামেন্টেও অংশ গ্রহণ করেছিল। হায়দ্রাবাদের ঘানসি বাজারের কুলি কুতুব শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করেছিল। এই খেলায় জালাপল্লী, কিশানবাগ এবং বালপুর শরণার্থী শিবিরের তিনটি রোহিঙ্গা মুসলমানের ফুটবল দল অন্তর্ভুক্ত ছিল।
দেওয়া হচ্ছে প্রশিক্ষণ
এই রোহিঙ্গা মুসলিম দলকে ফুটবল ম্যাচের প্রশিক্ষণের বিষয়ে কোচ নিয়োগ এবং অনুশীলনের ব্যবস্থাও করা হচ্ছে। আবার এদের মধ্যে অনেক রোহিঙ্গা খেলোয়াড়ের পরিবার বাংলাদেশ থেকে এসেছে।