মাসিক পাঁচ হাজার টাকা ভাতা সহ বিনামূল্যে রেশনের দাবিতে তুমুল বিক্ষোভ রোহিঙ্গাদের

বাংলাহান্ট ডেস্কঃ বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি এবার মাসিক ৫ হাজার টাকা ভাতাও চাইছেন নোয়াখালীর ভাসানচরের (Bhasan Char) রোহিঙ্গারা (Rohingya)। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দল সোমবার সেখানে তাঁদের পরিস্থিতি পর্যালোচনা করতে গেলে, তাঁদের সামনেই বিক্ষোভ দেখায় রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের ভাসানচরে রেখে এলেও, এবার তাঁরা নিজেদের বিভিন্ন সুযোগ সুবিধার দাবীতে সরব হয়েছে। মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধাসহ মাসিক ৫ হাজার করে ভাতা দাবী করেছে রোহিঙ্গারা। দাবি পূরণ না হলে, তাঁরা সেখানে থাকতেও অনীহা প্রকাশ করেছে।

ccbcbdkj

গত ৩১ শে মে বেলা ১১ টায় জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছায়। ইউএনএইচসিআরের কোনো প্রতিনিধি দল এই প্রথম রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণে ভাসানচর পৌঁছান।

প্রতিনিধি দলকে সেখানে দেখেই বিক্ষোভ শুরু করে রোহিঙ্গারা। তাঁরা দাবী জানায়, প্রতি মাসে ৫ হাজার করে টাকা ভাতা হিসেবে তাঁদের দিতে হবে। পাশাপাশি কর্মসংস্থান থেকে শুরু করে মানসম্পন্ন রেশন, এমনকি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার সুবিধারও দাবি জানায় তাঁরা।

image 218280 1611954163

এবিষয়ে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, ইউএনএইচসিআরের প্রতিনিধি দল সেখানে যেতেই বিক্ষোভ শুরু করে রোহিঙ্গারা। এমনকি দাবি জানানোর পাশাপাশি সেখানে থাকতেও অনীহা প্রকাশ করে তাঁরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর