বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের আগমনে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করতে শুরু করেছে। রোহিত এবং দ্রাবিড় ক্রমাগত বিভিন্ন নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার এবং তাদের থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করে। এই সময়ে ভারতীয় দলে এমন একজন খেলোয়াড় রয়েছেন, যার ভাগ্য বদলে গেছে দ্রাবিড় ও রোহিতের আসার সঙ্গে সঙ্গে। ব্যাট হাতে চমক দেখিয়ে দলে জায়গা নিশ্চিত করেছেন এই খেলোয়াড়।
তিনি হলেন শ্রেয়স আইয়ার। কোচ দ্রাবিড় আইয়ারকে অনেক সুযোগ দিচ্ছেন এবং তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বড় ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রথম টি টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান করার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪৪ বলে অপরাজিত ৭৪ রান করেন এই ব্যাটসম্যান। এ সময় আইয়ারের ব্যাট থেকে আসে ৬টি চার ও ৪টি ছক্কা।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলন শ্রেয়াস আইয়ার। সেই সিরিজেই প্রথমবারের মতো ভারতীয় দলের স্থায়ী কোচ করা হয়েছে রাহুল দ্রাবিড়কে। আইয়ার এই সুযোগ হাতছাড়া করতে দেননি এবং অভিষেকে দুর্দান্ত শতরান করেন। রাহুল দ্রাবিড় যে ভরসা রেখেছিলেন তার ওপর তিনি তার মান রেখেছেন। মনে করা হচ্ছে এই খেলোয়াড়কে আগামী তিন ফরম্যাটেই খেলতে দেখা যাবে।
বিরাট কোহলির জায়গায় সম্প্রতি রোহিতকে তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হয়েছে। শাস্ত্রী-কোহলির সময়ে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে দুইবার জয়ের পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজও জিতেছিল। কিন্তু তিনি টিম ইন্ডিয়ার হয়ে একটিও আইসিসি টুর্নামেন্ট জিততে ব্যর্থ হন। এখন রোহিত-দ্রাবিড় জুটি ভারতকে আবারও আইসিসি টুর্নামেন্ট জিততে সাহায্য করবে ক্রিকেটভক্তরা আশায় বুক বাঁধছেন।