ওপেনার রোহিতের দাপট অব্যাহত, শেষ ৯ বছরের পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে ভারত অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একতরফাভাবে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যান আয়োজকরা। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা ধরে রাখতে চাইবে ভারতীয় দল।

অধিনায়ক রোহিত প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। তিনি ৬০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়ান ডে-তে এটি রোহিতের ৪৪তম অর্ধশতরান ছিল। ওপেনার হিসেবে একদিনের ক্রিকেটে রোহিতের পারফরম্যান্স এখন পর্যন্ত দুর্দান্ত এবং নিজে ওপেনার হওয়ার পর থেকে হিসেব করলে ওডিআইতে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকার শীর্ষে থাকবেন তিনি।

   

rohit sharma 123

‘হিটম্যান’ ২০১৩ সালে থেকে ওয়ান ডে-তে ৭২৬৯ রান করেছেন, যা এই সময়ের মধ্যে যে কোনও দলের ওপেনারের চেয়ে বেশি। এই সময়ের মধ্যে তার গড় ৫৮.৬২। এই তালিকায় দুই নম্বরে রয়েছেন ভারতের শিখর ধাওয়ান। ২০১৩ সাল থেকে, ধাওয়ান একজন ওপেনার হিসেবে ওয়ানডেতে ৬২০৫ রান করেছেন। ৪৬.৬১ গড়ে ৫৫০০ রান করে তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। একই সময়ে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ চার এবং হাশিম আমলা পাঁচ নম্বরে রয়েছেন।

আয়োজক ভারত আগামীকাল, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে প্রস্তুত। এই ম্যাচেই তারা সিরিজ জিতে নিতে চাইছে। দ্বিতীয় ম্যাচে নামার আগে ভারতের জন্য ভালো খবর হল লোকেশ রাহুল দলে ফিরতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে তাকে একাদশে রাখা যেতে পারে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর