৫০৯ দিনের অপেক্ষার অবসান! রেকর্ড গড়ে শতরান রোহিতের, একই পথে হাঁটলেন গিলও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আজ নিয়মরক্ষার ম্যাচ খেলতে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (India vs New Zealand) মুখোমুখি হয়েছে। এর আগে হায়দরাবাদে এবং রায়পুরে পরপর দুটি ওডিআই জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে কবজা করে নিয়েছিল ভারত। আজকের ম্যাচ কেবলই নিয়ম রক্ষার। আর সেই নিয়মরক্ষার ম্যাচেই ইতিহাস তৈরি করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

আজ নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসি ব্যাটিং আরম্ভ করেন রোহিত শর্মা এবং শুভমান গিল। যদিও আজ টসে জিতেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল‍্যাথামই। তিনি টসে যেতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। অনুভূতি ম্যাচ দেখে বোঝা যাচ্ছে যে তার সিদ্ধান্ত খুব একটা সঠিক ছিল না। সম্ভবত গত ম্যাচে প্রথমে ব্যাট করে ১০৯ রানে অলআউট হয়ে যাওয়ার ভয় থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক।

আজ টি-টোয়েন্টির ঢঙয়ে ব্যাটিং শুরু করেছিলেন দুই ভারতীয় ওপেনার। দুজনেই প্রত্যেক বোলারের ওপর হাত খুলে আক্রমণ করতে থাকেন। ওডিআই বিশ্বকাপের বছরে নতুন ভারতীয় ওপেনিং জুটি যে অসাধারণ ফর্মে রয়েছে তা অনেকটাই তৃপ্তি দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

সাধারণ ব্যাটিং করে আজ রোহিত শর্মা একটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি ছিল প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নামে (২২৯)। গত দু বছরে সেই রেকর্ডটি নিজের নামে করে নিয়েছিলেন রোহিত। কিন্তু আজ এখনো প্রতিবেদনটি লেখার সময় ৬টি ছক্কা মেরে তিনি ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যকে (২৭০) পেছনে ফেলে দিয়েছেন। তার সামনে শুরু ক্রিস গেইল ও শাহিদ আফ্রিদি।

এরপর আজ ৫০৯ দিন পরে নিজের কাঙ্খিত আন্তর্জাতিক সেঞ্চুরিটি পেয়েছেন তিনি। এটি ছিল তার ওডিআই কেরিয়ারের ৩০ তম শতরান। ১০০ সম্পূর্ণ করার সময় তিনি ৯টি চার এবং ৬টি ছক্কা মেরেছিলেন। শেষবার ২০২১ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে শতরান পেয়েছিলেন রোহিত। প্রতিবেদনটি লেখার সময় শতরান সম্পূর্ণ করেছেন শুভমান গিলও। ৭৩ বলে নিজের শতরানটি পেয়েছেন তিনি। তারপর ৮৫ বলে ১০১ রান করে ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। ৭৮ বলে ১১২ রান করে কিউয়ি পেসার টিকনারের শিকার হন গিল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর