বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে এখনও আশঙ্কার কালো মেঘ রয়েছে। তবে বিসিসিআই চাইছে এক সপ্তাহ দেরি করে এই সফর শুরু করতে। কিন্তু ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর নানা দিক থেকে অভিনব হতে চলেছে। এই মুহূর্তে চূড়ান্ত বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন অজিঙ্কা রাহানে, আসন্ন টেস্ট সিরিজে সহ-অধিনায়কের পদও হারাতে পারেন তিনি, তার জায়গায় সহ-অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হতে পারে রোহিত শর্মাকে।
রোহিত শর্মা গত কয়েকদিনে ধরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। রোহিত শর্মা, যিনি টেস্টে ওপেনার হিসাবে দলে ফিরেছিলেন, ২০২১ সালে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করেছিলেন। অপরদিকে, অজিঙ্কা রাহানে, ক্রমাগত খারাপ ফর্মের সাথে লড়াই করছেন এবং দলে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছে।
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী মনে করা হচ্ছে, বিসিসিআই কর্মকর্তা ও নির্বাচক প্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে। রোহিত শর্মা ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, সম্প্রতি তাকে টি টোয়েন্টিতেও অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে টেস্টেও সহ-অধিনায়ক করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মা খেলছেন না এবং বিশ্রাম নিচ্ছেন। প্রথম ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন অজিঙ্কা রাহানে এবং সহ-অধিনায়ক ছিলেন চেতেশ্বর পূজারা। একই সঙ্গে দ্বিতীয় ম্যাচে ফিরেছেন বিরাট কোহলি।এমন পরিস্থিতিতে, টিম ইন্ডিয়া যখন দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে, তখন বিরাট কোহলি দলের নেতৃত্ব নিতে পারেন এবং রোহিত শর্মা তার ডেপুটি হবেন। করোনার ওমিক্রন ভেরিয়েন্টের কারণে টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের সুচিতে কিছুটা বদল হতে পারে।