বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া যতটা কঠিন বলে মনে করা হয়, ভারতীয় দলে নিজেকে বজায় রাখা তার চেয়ে বহুগুণ বেশি কঠিন বলে মনে করা হয়। কারণ সবসময়ই দলে প্রতিযোগিতা বজায় থাকে। ফলে এক ক্রিকেটার অফফর্মে থাকলেই অপর ক্রিকেটার সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে দলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ঠিক এমনটাই করেছেন রোহিত শর্মা। নিজের দীর্ঘসময়ের সীমিত ওভারের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানের অফফর্মে থাকার সুযোগ নিয়ে নিজের জন্য টেস্টে ওপেনিংয়ের জায়গাটা করে ফেলেছেন সুদৃঢ়।
একটা সময় ছিল যখন ৩৫ বছর বয়সী শিখর ধাওয়ানকে টিম ইন্ডিয়ার বড় ম্যাচ উইনার বলে মনে করা হত, কিন্তু অফফর্মের কারণে বাদ পড়ে আর দলে ফিরতে পারেননি। শিখর ধাওয়ানকে দীর্ঘদিন টেস্ট দলে সুযোগ দিচ্ছেন না নির্বাচকরা। টেস্ট অধিনায়ক হওয়ার পর ওপেনিং পজিশন থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া কঠিন। রোহিত শর্মার সাথে, এখন হয় লোকেশ রাহুল টেস্ট দলে ওপেনার হিসেবে সুযোগ পান, নয় ময়ঙ্ক আগরওয়াল সুযোগ পান। শিখর ধাওয়ানের জন্য টেস্ট দলের দরজা এখন বন্ধ।
ধাওয়ানের টেস্ট ক্রিকেট খেলা নিয়ে কথা বলতে গেলে বলা যায় তিনি শেষবার ভারতের হয়ে ২০১৮ সালে লাল বলের ক্রিকেট খেলেছিলেন। আমরা যদি শিখর ধাওয়ানের পরিসংখ্যান দেখি, তাকে ক্রিকেটের সমস্ত ফরম্যাটে শীর্ষ খেলোয়াড় হিসাবে দেখা যায়। টেস্ট ক্রিকেটেও, শিখর ৩৪ ম্যাচে ৪১ গড়ে ২৩০০ রান করেছেন, যার মধ্যে তিনি ৭ টি শতরান করেছেন। কিন্তু নির্বাচকরা ধাওয়ানকে সঠিকভাবে মূল্যায়ন করেননি।
শিখর ধাওয়ান সম্প্রতি ওয়ান ডে ফরম্যাটে প্রত্যাবর্তন করেছিলেন। তার আগে ওয়ান ডে ফরম্যাট থেকেও দীর্ঘদিন তিনি বাদ দিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে তিনি তিনটে ওয়ান ডে ম্যাচেই রান করে একদিনের ক্রিকেটে নিজেকে ফের ফিরিয়ে এনেছেন।