বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ওডিআই সিরিজ ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। অসাধারণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং নিজের শেষ ওডিআই ম্যাচে দ্বিশতরান করা ঈশান কিষানকে (Ishan Kishan) তিনি প্রথম একাদশের বাইরে রেখে দল নামিয়েছেন এবং দুটি ম্যাচেই জয় পেয়েছেন। সিরিজের তৃতীয় শেষ এবং নিয়ম রক্ষার ওডিআই ম্যাচে অবশ্য ২ তারকাকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে।
রোহিত শর্মাকে প্রাথমিকভাবেই সিদ্ধান্তের জন্য যথেষ্ট সমালোচিত হতে হয়েছে। গত এক বছর ধরে সূর্যকুমার যাদব যেমন ফর্মে রয়েছেন, তারপর তাকে কি করে ওডিআই ফরম্যাটে বাদ দিয়ে দল নামানো হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু যেহেতু রোহিত শর্মা নিজের ওপেনিং পার্টনার হিসেবে শুভমান গিলকে খেলাচ্ছেন, তাই একজন উইকেট রক্ষক হিসেবে লোকেশ রাহুলকে সুযোগ দেওয়াটা অপরিহার্য হয়ে পড়েছিল। ইডেন গার্ডেন্সে লোকেশ রাহুল নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছেন।
এই সাহস সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তার মতে যেভাবে রোহিত শর্মা কোনও সমালোচনার তোয়াক্কা না করে নিজের যেটা সঠিক মনে হয়েছে, সেই সিদ্ধান্ত নিতে পেরেছেন তা খুবই প্রশংসা যোগ্য। কাইফের মতে এটাই একজন সফল অধিনায়ক হয়ে ওঠার সবচেয়ে বড় লক্ষণ।
কাইফ এটাও স্বীকার করে নিয়েছেন যে ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব দুজনেই অত্যন্ত বেশি প্রতিভাবান এবং দুরন্ত ফর্মে রয়েছেন দুজনেই। কিন্তু গত এক বছর ধরে শুভমান গিল ওডিআই ফরম্যাটে নিজের একটা জায়গা তৈরি করেছেন। সেই সঙ্গে লোকেশ রাহুলের উইকেটরক্ষক এবং মিডল অর্ডার ব্যাটার হিসেবে বারবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই তাদেরকে সুযোগ দেওয়াটা কোন অন্যায় ব্যাপার নয়।
শুভমান গিল এবং লোকেশ রাহুল দুজনেই নিজেদের ওপর রোহিত শর্মার ভরসার মর্যাদা দিয়েছেন। প্রথম ওডিআই ম্যাচে শুভ মনকিল রোহিত শর্মার সাথে শতরানের পার্টনারশিপ করেছিলেন এবং নিজে ৭০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ওডিআই ম্যাচে লোকেশ রাহুল কঠিন পরিস্থিতি থেকে ৬৪ রানের একটি ম্যাচ জেতানো ইনিংস খেলে ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন।