রোহিতের প্রশংসায় পঞ্চমুখ এই ভারতীয় পেসার, জানালেন কিভাবে খারাপ সময়ে পাশে দাঁড়ান হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০ ফলে জিতে নিয়েছে। সীমিত ওভারের ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মার কাছে এটাই ছিল স্থায়ী ভারতীয় ওডিআই অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ। এই সিরিজে তার অধিনায়কত্ব দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন রোহিত। এখন তিনি আসন্ন টি টোয়েন্টি সিরিজেও একইরকম দলীয় পারফরম্যান্স চালিয়ে যেতে চাইবেন রোহিত। আর এই সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামি রোহিত শর্মার প্রশংসা করেছেন।

শামি রোহিতকে ভালো অধিনায়কের পাশাপাশি একজন সহযোগী নেতা হিসেবে বর্ণনা করেছেন। শামি একটি সাক্ষাৎকারে বলেছেন “নিঃসন্দেহে রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক। সে অনেক বহুবার আইপিএল জিতেছে। আমরা দুজনেই দীর্ঘদিন ধরে একসাথে খেলছি এবং সে সত্যিই আমাকে সবসময় অনেক সমর্থন করেছে।”

   

shami rohit

৩১ বছর বয়সী ডানহাতি পেসার আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে তার নির্বাচনের বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত। গুজরাট ৬ কোটি ৫ লক্ষ টাকায় কেনার পরে, শামি বলেছেন, “আমি খুব খুশি এবং যত তাড়াতাড়ি সম্ভব দলের সাথে যোগ দেওয়ার চেষ্টা করব। আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

তরুণদের উদ্দেশে শামি বলেন, “আমি সব সময় তরুণদের শেখাতে প্রস্তুত। তাই দলের জন্য আরও ভালো পারফর্ম করতে দলের সব তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করতে প্রস্তুত থাকব। এই তরুণরা ভারতীয় দলের হয়ে ভালো পারফর্ম করছে যেটা একটা ভালো লক্ষণ আমাদের দেশের জন্য।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর