বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ডিসিশন রিভিউ সিস্টেমের ব্যবহারের ‘মাস্টার’ বলা হয়। ‘ডিআরএস’ কে “ধোনি রিভিউ সিস্টেম” বলেও ডেকে থাকে। রিভিউ নেওয়ার ক্ষেত্রে ধোনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এমন ঘটনা বেশি দেখা যায়নি। সাধারণত ধোনি রিভিউ নিলে। বেশিরভাগ ক্ষেত্রে আম্পায়ারকে তার সিদ্ধান্ত বদল করতে হয়। কিন্তু কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, একজন ক্রিকেটার আছেন যিনি ধোনির চেয়েও ভালো ডিআরএস নিতে সক্ষম।
সুনীল গাভাস্কার মনে করেন রিভিউ নেওয়ার ক্ষেত্রে ধোনির চেয়েও এগিয়ে রোহিত। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের সময় গাভাস্কার ডিআরএস-এর একটি নতুন নাম দেন। ম্যাচ চলাকালীন মন্তব্য করতে গিয়ে গাভাস্কার বলেন, “আগে যখন ধোনি সঠিক রিভিউ নিতেন, তখন সবাই ডিআরএস-কে ধোনি রিভিউ সিস্টেম বলে ডাকতেন। এখন রোহিত শর্মা এটি সঠিকভাবে ব্যবহার করছেন, তাই আপনি অবশ্যই এটিকে রোহিত সিস্টেম বলতে পারেন।”
প্রথম ওয়ান ডেতে রোহিত শর্মা একটি বা দুটি নয়, তিনটি সফল রিভিউ নেন। এতে গাভাস্কার খুবই মুগ্ধ হয়েছিলেন। রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করেছেন গাভাস্কার। রোহিত প্রথমে ড্যারেন ব্রাভো, তারপর নিকোলাস পুরান এবং অবশেষে শামরাহ ব্রুকসের বিরুদ্ধে সঠিক রিভিউ নেন। তিনটিতেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ভারতের পক্ষেই ছিল। ফলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।
গাভাস্কার ডিআরএস নেওয়ার ক্ষেত্রে উইকেটরক্ষকের ভূমিকার কথাও উল্লেখ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অধিনায়ক অবশ্যই অধিনায়ক কিপারের পরামর্শ নেন। গাভাস্কার ব্যাখ্যা করেছেন, “এমন অনেক পরিস্থিতি আসবে যখন অধিনায়ক রিভিউয়ের অপব্যবহার করে ফেলতে পারেন, তবে এখানে উইকেটরক্ষকের দায়িত্ব গুরুত্বপূর্ণ, কারণ তিনিই ঘটনার সবচেয়ে কাছাকাছি থাকেন, ফলে সঠিক পরামর্শ দিতে সক্ষম।