বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলির জায়গায় ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিত শর্মাকে। আসন্ন একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিতকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য, রোহিতকে তার মতো ভারতীয় দলকে প্রস্তুত করার সময় দিতে চায় বিসিসিআই, যাতে ভারত তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারে। এ জন্য তার হাতেও অনেক সময় থাকছে। বিরাট, যিনি ২০১৭ সালে ভারতীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন, তার রেকর্ড একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। তবে তিনি দেশকে কোনও আইসিসি টুর্নামেন্ট জেতাতে পারেননি। তার জায়গায় রোহিতকে নতুন অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে বিসিসিআই।
বহুদিন ধরেই জল্পনা ছিল যে বিরাট টি-টোয়েন্টির পর ওডিআই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন এবং রোহিতকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও একই ইঙ্গিত দিয়েছেন। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। আইপিএলে অধিনায়ক হিসেবে রোহিত বরাবরই সুপারহিট। আইপিএলে অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড অসাধারণ। তার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার শিরোপা জয় করেছে। উল্টোদিকে বিরাট কোহলি আরসিবি-র হয়ে একবারও শিরোপা জিততে পারেননি। কোহলির অনুপস্থিতিতে যখনই রোহিত ভারতের অধিনায়কত্বের সুযোগ পেয়েছেন, তিনি দলকে জয় পেতে সাহায্য করেছেন। রোহিত ২০১৮ সালে এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফিতে ভারতকে জয়ের নেতৃত্ব দিয়েছিলেন। এ সময় তার অধিনায়কত্ব তুমুল প্রশংসিত হয়।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে রোহিত ও বিরাটের রেকর্ডের দিকে চোখ বোলালেও অধিনায়ক হিসেবে রোহিতের গ্রহণযোগ্যতার প্রমাণ পাওয়া যায়। ওয়ান ডে ও টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিরাটের রেকর্ড বলছে যে ৯৫টি ওয়ান ডে-তে তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং ৬৫ টি-তে ভারতকে জয় এনে দিয়েছেন। ২৭ টি ম্যাচে তার দলকে হারের মুখে পড়তে হয়। টি টোয়েন্টিতে থাকাকালীন ৫০টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন বিরাট। এর মধ্যে ভারত জিতেছে ৩০টি ম্যাচে, আর ১৬টিতে পরাজয় বরণ করতে হয়েছে। দুটি ম্যাচ টাই হয়েছে এবং দুটি ফলাফল ছাড়াই শেষ হয়েছে। দুটি টাই ম্যাচও সুপার ওভারে জিতেছে ভারত।
ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড রোহিত এখন পর্যন্ত ১০টি ওয়ান ডে-তে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং ভারতকে আটবার জয় এনে দিয়েছেন, যেখানে ভারতীয় দলকে দুটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। একই সময়ে, টি টোয়েন্টিতে, রোহিত ২২ ম্যাচে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিয়েছেন এবং ১৮ টি-তে ভারতকে জয়ের দিকে নিয়ে গেছেন। একই সঙ্গে চার ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে মেন ইন ব্লু-দের।