বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত দুই সপ্তাহ ধরে বিসিসিআইয়ের কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলে যাচ্ছে। কোহলি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই রোহিত শর্মাকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী বলেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক রোহিতেরই হওয়া উচিত এবং সন্দেহ নেই বিরাট কোহলির টেস্ট অধিনায়ক হওয়া উচিত। আমি বিরাট কোহলির মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাই।
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ৯৫ টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৬৫ টিতে জিতেছে এবং ২৭ টিতে হেরেছে, একটি ম্যাচ টাই হয়েছিল এবং ২ টি ম্যাচে নানা কারণে কোনও ফলাফল আসেনি, তবে তিনি তার অধিনায়কত্বে ভারতীয় দলকে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদের পাকিস্তানের কাছে হারের মুখে পড়তে হয়েছিল। তারপর ২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারতে হয় তাদের। একই সময়ে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের হাতে পরাজিত হওয়া প্রথম ভারতীয় অধিনায়ক হয়েছেন তিনি।
ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় ব্যাটসম্যান। তিনি খুব আগ্রাসী ব্যাটিং করেন। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তিনটি ফরম্যাটেই ৫০টি ম্যাচ জিতেছেন। রান তাড়া করার সময় যেন আরও মারাত্মক হয়ে ওঠেন তিনি। তাই তার ভক্তরা তাকে আদর করে চেজ মাস্টার বলে ডাকেন। টেস্ট ফরম্যাটেও তার রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ভারতের হয়ে খেলার সময় কোহলি ৯৭ টেস্টে ৭৮০১ রান, ২৫৪ টি ওয়ান ডে-তে ১২১৬৯ রান এবং ৯৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩২২৭ রান করেছেন। তিন ফরম্যাটেই তার ব্যাটিং গড় ৫০-এর উপরে।
ভারতীয় দলের আগ্রাসী ওপেনার রোহিত শর্মাকে ওয়ান ডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে। এতদিন বিরাটের অনুপস্থিতিতে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ১০ টি ওয়ান ডে ম্যাচ খেলেছে, যার মধ্যে দল জিতেছে ৮ টি-তে। আইপিএলে রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এখন তাকে ভারতীয় দলের অধিনায়কত্বের জন্যেও আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন শাস্ত্রী।