বাংলা হান্ট নিউজ ডেস্ক: মোহালিতে খেলা প্রথম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ফলে এগিয়ে রইলো ভারতীয় দল। টেস্ট অধিনায়ক হিসেবে জয় দিয়ে নিজের যাত্রা শুরু করেছেন রোহিত। অনেক রেকর্ডও তৈরি হয়েছে এই ম্যাচে। এই ম্যাচটি রবীন্দ্র জাদেজার কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ ছিল। সেইসঙ্গে বিরাট কোহলিও তার কেরিয়ারের ১০০ টেস্ট ম্যাচ পূর্ণ করেছিলেন। এই ম্যাচে অধিনায়ক হিসেবে এমন একটি রেকর্ড গড়েছেন রোহিত শর্মা, যা বিরাট বা ধোনিদের কেউই অধিনায়ক হিসেবে করতে পারেননি।
অধিনায়ক হিসেবে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন রোহিত শর্মা। তার দলও ধারাবাহিকভাবে জিতে চলেছে। স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই ছিল রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে জয়ের মধ্য দিয়েই অধিনায়কত্বের অভিষেকেই নতুন ইতিহাস গড়েছেন রোহিত। পলি উমরিগারের পর রোহিত দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হয়েছিলেন, যিনি তার প্রথম টেস্ট ইনিংসের ব্যবধানে জিতেছিলেন। মোহালি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরো ম্যাচে ভারতের আধিপত্য বজায় ছিল। এর প্রায় ৭০ বছর আগে ১৯৫৫ সালে, পলি উমরিগারের নেতৃত্বে, ভারতীয় দল ইনিংস ব্যবধানে জয়লাভ করেছিল।
প্রথম টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ভেঙেছেন কপিল দেবের দুটি বড় রেকর্ডও ভেঙেছেন। প্রথম জাদেজা সাত নম্বরে ব্যাট করতে আসেন এবং অপরাজিত ১৭৫ রান করেন এবং এই সাত নম্বরে ভারতের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলার ক্রিকেটারে পরিণত হন। তার আগে কানপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রান করেছিলেন কপিল দেব যা এতদিন ৭ নম্বরে নামা কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছিল। এরপর সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে কপিল দেবকে পেছনে ফেলেছেন অশ্বিন। অশ্বিন টেস্টে ৪৩৬ টি উইকেট নিয়েছেন। কপিল দেবের ৪৩৪ টি উইকেট নেওয়ার রেকর্ড টপকে গেছেন তিনি।
মোহালি টেস্টে প্রথমে ব্যাট করে ভারত দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৭৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে, শ্রীলঙ্কা দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অল-আউট হয় এবং ভারত শ্রীলঙ্কাকে ফলো অন করায় এবং দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কার দল পুরোপুরি চাপে ছিল মাত্র ৬০ ওভার ব্যাট করে মাত্র ১৭৮ রানে অলআউট হয়ে যায়, এরপর ১২ই মার্চ থেকে বেঙ্গালুরুতে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট খেলা হবে, এই টেস্ট ম্যাচটি ডে নাইট টেস্ট হিসাবে খেলা হবে।