বাংলা হান্ট ডেস্ক: বুধবার প্রকাশিত হয়েছে ICC-র টেস্ট র্যাঙ্কিং (ICC Ranking)। যেখানে দেখা গিয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম অনেকটাই পিছিয়ে গিয়েছেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে হওয়া প্রথম টেস্ট ম্যাচের পর টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে ICC। র্যাঙ্কিং অনুযায়ী ৬ ধাপ পিছিয়ে গিয়ে নবম স্থানে পৌঁছেছেন বাবর আজম।
ICC র্যাঙ্কিংয়ে (ICC Ranking) পিছিয়ে গেলেন বাবর আজম:
এদিকে, ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট এই তালিকায় (ICC Ranking) শীর্ষে রয়েছেন। অন্যদিকে হ্যারি ব্রুক শ্রীলঙ্কার বিরুদ্ধে চলা টেস্ট সিরিজে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এদিকে, ভারতের বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালও এই র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের বিরুদ্ধে চলা প্রথম টেস্ট ম্যাচের আগে এই র্যাঙ্কিংয়ে (ICC Ranking) তৃতীয় স্থানে ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে ৬ ধাপ পিছিয়ে তিনি এখন পৌঁছেছেন নবম স্থানে রয়েছেন।
আরও পড়ুন: এবার বন্ধ হয়ে যাবে আনলিমিটেড কলিং ও ডেটা যুক্ত রিচার্জ? Airtel-Jio-Vi-র সাথে কি পরামর্শ TRAI-এর?
এদিকে, ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। তাঁর চেয়ে এগিয়ে আছেন জো রুট, কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। পাশাপাশি, এই র্যাঙ্কিংয়ে (ICC Ranking) যশস্বী জয়সওয়াল এক ধাপ ওপরে উঠে সপ্তম স্থানে রয়েছেন। বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে পৌঁছে গিয়েছেন ৮ নম্বরে।
আরও পড়ুন: একের পর এক চমক আনছে Bajaj! CNG-র পর এবার বাজার কাঁপাবে ইথানল চালিত বাইক, কবে হবে লঞ্চ?
ICC দ্বারা কর্তৃক প্রকাশিত ব্যাটারদের টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Ranking) তিন ভারতীয় ব্যাটার (রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি) শীর্ষ-১০-এ উপস্থিত রয়েছেন। রোহিত শর্মা রয়েছেন ষষ্ঠ স্থানে। এদিকে, র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও উঠে এসেছেন। রহিম পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ১৯১ রানের শক্তিশালী ইনিংস খেলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রহিম ৭ টি ধাপ এগিয়ে বর্তমানে এই তালিকায় রয়েছেন ১৭ তম স্থানে।