গোলাপি বলের টেস্টে দলে বড়সড় বদলের প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা, এমন হতে পারে প্রথম একাদশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর এবার টেস্ট সিরিজেও শ্রীলঙ্কাকে দাপট দেখিয়ে হারাতে চাইছে ভারতীয় দল। প্রথম টেস্টে ইনিংস এবং ২২২ রানে জয় পেয়েছিল ভারত। ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা এই টেস্ট সিরিজ জিতে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের তালিকায় উপরে উঠতে চাইবেন। দ্বিতীয় টেস্টের আগে দলে কিছুটা পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয় টেস্টটি হবে দিন রাতের পিঙ্ক বল টেস্ট।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন ময়ঙ্ক আগরওয়াল এবং রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে ময়ঙ্ককে বসিয়ে অধিনায়ক রোহিত শর্মার সাথে নামতে পারেন শুভমান গিল। রোহিতের সঙ্গে প্রথম টেস্টে ব্যাট হাতে নজরকাড়া কিছু করতে পারেননি ময়ঙ্ক আগরওয়াল। এমতাবস্থায় রোহিত এবার গিলের সঙ্গে মাঠে নামতে পারেন।

Shubman Gill 768x432 1

সেই সঙ্গে দলের বোলিং বিভাগে আসতে পারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। চোট কাটিয়ে ভারতীয় স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। প্রথম ম্যাচে জাদেজা, অশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে মাঠে নামা জয়ন্ত যাদব নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন মোহালিতে। তাই তার জায়গায় দলে আসতে পারেন অক্ষর।

axar patel a

দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, হনুমা বিহারী, বিরাট কোহলি, রিশভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবি অশ্বিন, যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামি


Reetabrata Deb

সম্পর্কিত খবর