রোহিত শর্মা মনে করেন নিজের দুটি ছক্কা নয় বরং সামির শেষ ওভারটাই ম্যাচের রং পাল্টে দিয়েছে।

ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি নির্ধারিত কুড়ি ওভারে ড্র হওয়ার ফলে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য ম্যাচটি সুপার ওভার অবধি গরায়। আর সুপার ওভারে জীবনে প্রথমবার ব্যাটিং করতে নেমে ভারতকে জয় এনে দেয় ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। ওভারের শেষ দুটি বলে পরপর দুটি ছক্কা মেরে ভারতকে ম্যাচ জেতায় রোহিত শর্মা। এর ফলে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। কিন্তু রোহিত শর্মা মনে করেন তিনি নন বরং এই দিন ম্যাচের টার্নিং পয়েন্ট ভারতীয় পেসার মহম্মদ সামির শেষ ওভারটি।

হ্যামিল্টনে সুপার ওভারে নাটকীয় জয় তুলে নেয় ভারতীয় দল। তারপরে রোহিত শর্মা জানান এইদিন সুপার ওভারে তার দুটি ছক্কা নয় বরং ম্যাচের রঙ পুরোপুরি বদলে দেয় ম্যাচের 20 তম ওভারে সামির দুর্দান্ত বোলিং। শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র 9 রান কিন্তু মহম্মদ সামি সেই ওভারে 8 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। ফলে ম্যাচ ড্র হয় এবং ম্যাচটি সুপার ওভারে গড়ায় এবং সেখান থেকে নাটকীয় জয় তুলে নেয় ভারতীয় দল। সেই সাথে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টিটোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত।

139941522f567cb0ce8709395d1c5992ac516dca3

ম্যাচের সেরা রোহিত শর্মা জানিয়েছেন এইদিন মহম্মদ সামির 20 তম ওভারটি ম্যাচের টার্ণিং পয়েন্ট কারণ সেই সময় 95 রানে ক্রিজে ব্যাট করেছিলেন কেন উইলিয়ামসন, তিনি পুরো সেট হয়েছিলেন অপরদিকে ক্রিজের অপরপ্রান্তে ছিলেন রস টেলর তিনি হচ্ছেন এই নিউজিল্যান্ড দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। সেই সময় যথেষ্ট পরিমাণে শিশির পড়ছিল মাঠে তার সত্ত্বেও সামি যেভাবে মাত্র 9 রান ডিফেন্ড করেছে সেটা এক কথায় অনবদ্য।

Udayan Biswas

সম্পর্কিত খবর