বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভেঙে গেল রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের গড়া আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের একটি বড় বিশ্ব রেকর্ড। ভারতের এই দুই তারকা ব্যাটারের রেকর্ড ভেঙে এখন বিশ্ব ক্রিকেটে নিজেদের ছাপ ছাড়লেন পাকিস্তানের দুই ব্যাটার। পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম একসঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েলেন। মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটে সর্বোচ্চ সেঞ্চুরি জুটির বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন। এর আগে এতদিন এই রেকর্ড রোহিত শর্মা এবং লোকেশ রাহুল জুটির দখলে ছিল।
বৃহস্পতিবার পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাবর এবং রিজওয়ান নিজেদের মধ্যে পঞ্চমবারের মতো প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়েন। এর আগে ভারতেরই রোহিত-ধাওয়ান এবং রোহিত-রাহুল জুটি চারবার এমনটি করেছে যা ছিল টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু পাকিস্তানের ওপেনিং জুটি ভেঙে দিয়েছে রোহিত শর্মা-শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটির বিশ্ব রেকর্ড। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটে সর্বোচ্চ শতরানকারী জুটির বিশ্ব রেকর্ড এখন একা বাবর ও রিজওয়ানের নামে, আগে এই তিন জুটি যৌথভাবে এক নম্বরে ছিল।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে বাবর ও রিজওয়ান প্রথম উইকেটে ১৫৮ রানের জুটি গড়েন এবং পাকিস্তানের ৭ উইকেটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এভাবে ঘরের মাঠে দাপট দেখিয়ে টি টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে পকেটে পুরে নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটে ২০৭ রান করে। জবাবে ১৮.৫ ওভারে তিন উইকেট খুইয়ে ২০৮ রান করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ দলে করোনা সংক্রমণের নতুন হদিশ পাওয়ার পর এই ম্যাচের আয়োজন প্রশ্নের মুখে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একটি হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার দেয় দুই পক্ষ।