কয়েকদিন আগেই বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না আইপিএলে সাফল্যের নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার। সেই প্রসঙ্গ টেনে এবার রোহিত শর্মা বললেন ‘ধোনি একজনই হয়।’
সম্প্রতি একটি ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে গিয়ে সুরেশ রায়না দাবি করেছিলেন যে, ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী ধোনি হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে রোহিত শর্মার মধ্যে। রোহিত শর্মাই ভারতের পরবর্তী ধোনি হয়ে উঠতে পারেন। তারপরই এই প্রকার প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে সীমিত ওভারের সহ অধিনায়কের ভূমিকায় রয়েছেন রোহিত শর্মা। এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দারুণ সফল রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে চারটি আইপিএল ট্রফি রয়েছে রোহিতের ঝুলিতে। আর এই সমস্ত গুণাবলীর জন্যই ধোনির সঙ্গে রোহিত শর্মার তুলনা করেছিলেন সুরেশ রায়না। এই প্রসঙ্গে টুইটারে এক ভক্তের প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন ধোনির সঙ্গে কারুর তুলনা করা উচিত নয়। ধোনি একজনই হয়। প্রত্যেকের কিছু দুর্বলতা এবং শক্তি রয়েছে। তাই ধোনির সঙ্গে কখনোই কারোর তুলনা করা উচিত নয়।