কোহলির জায়গা পেয়ে অধিনায়ক রোহিত শর্মার প্রথম রিয়াকশন, দিলেন মন ছুঁয়ে যাওয়া বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপে কার্যত নিউজিল্যান্ডের কাছে হারের জেরেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ঘরোয়া সিরিজে বদলা নেওয়াই ছিল অন্যতম প্রধান লক্ষ্য। বুধবার প্রথম ম্যাচে অবশ্য কিউই বাহিনীকে পর্যুদস্ত করতে সমর্থ হয়েছে ভারত। রোহিতের আমন্ত্রণে প্রথম ব্যাট করে বুধবার ভারতের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দু বল বাকি থাকতেই 5 উইকেটে প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

বিশেষত রোহিত শর্মার 48 এবং সূর্য কুমার যাদবের অসাধারণ 62 রানের ইনিংসের দৌলতে জয় তুলে নিতে সেভাবে কোন অসুবিধা হয়নি ভারতীয় দলের। ওই ম্যাচ এই প্রথমবার কোহলির জায়গায় পুরোপুরি অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম ম্যাচেই জয় পেয়ে যথেষ্ট খুশি রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি একজন অধিনায়ক হিসেবে খুশি। আমরা যতটা সহজ ভেবেছিলাম জয় ততটা সহজ হয়নি। এটা আমাদের খেলোয়াড়দের শিখিয়েছে কী করতে হবে এবং পাওয়ার হিটিং সব সময় কাজ করে না।”

একইসঙ্গে সূর্য কুমার যাদব এবং ভারতীয় বোলারদেরও প্রশংসা করেছেন তিনি। মাত্র 40 বলে সূর্যকুমার যে 62 রানের ইনিংস খেলেন তা যে ম্যাচের মোড় ঘোরাতে অনেকখানি সাহায্য করেছিল একথা মেনে নিয়ে অধিনায়ক বলেন, “সূর্যকুমার আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ও স্পিন খুব ভালো খেলে।” একইসঙ্গে তিনি বলেন,” আমাদের সেই বোলারদের প্রশংসা করতেই হবে যারা নিউজিল্যান্ডকে ১৮০ রানে পৌঁছাতে বাধা দিয়েছেন, যা একসময় যথেষ্ট সম্ভব বলে মনে হয়েছিল।”

IMG 20211118 125410

এদিন যে শুধু মাঠে সুন্দর অধিনায়কত্ব করেছেন রোহিত তা নয় একইসঙ্গে ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 36 বলে 48 রানের ইনিংস খেলে সূর্যর সাথে ভালো পার্টনারশিপ গড়ে তুলতে যথেষ্ট সাহায্য করেন তিনিও। রোহিত এদিন আরও বলেন, কিছু খেলোয়াড়কে যথেষ্ট মিস করেছেন তারা, তবে অন্যান্য খেলোয়ার তাদের জায়গায় নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর