ভারতের বোঝা হয়ে উঠেছিল এই প্লেয়ার, দল থেকে বাদ দিলেন অধিনায়ক রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচ জয়ের পর ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও তিনি এমন একজন খেলোয়াড়কে দলের বাইরে রেখেছেন যে ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে উঠেছেন।

প্রথম ম্যাচে খুব খারাপ পারফরম্যান্স করেছিলেন জয়ন্ত। তার বল খেলতে শ্রীলঙ্কার ব্যাটারদের কোনও অসুবিধে হয়নি। দুর্দান্ত জাদেজা অশ্বিনের পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা। উইকেট নেওয়া এবং রান আটকে রাখা দুই ক্ষেত্রেই তিনি ব্যর্থ প্রমাণিত হচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে কোনো উইকেট পাননি তিনি। এমন পরিস্থিতিতে তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। জয়ন্ত ছিলেন ভারতীয় দলের সবচেয়ে বড় বোঝা। তাকে বসিয়ে অক্ষর প্যাটেলকে দলের জায়গা দিয়েছেন তিনি।

চোট কাটিয়ে সুস্থ হয়ে ভারতীয় দলে ফিরেছেন অক্ষর। চোট পাওয়ার আগে দুরন্ত ছিলেন তিনি। অক্ষর প্যাটেল বল ও ব্যাট হাতে অসাধারণ দেখানোর জন্য পরিচিত। এখনও পর্যন্ত তার সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারের পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয়। অক্ষর প্যাটেল মাত্র ৫ টেস্ট ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন, যার মধ্যে তিনি ৫ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। যে কোনো পিচে উইকেট নেওয়ার ক্ষমতা আছে তার। তবে ম্যাচে এই মুহূর্তে বেকায়দায় ভারত। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৯৩। দুই ওপেনার সহ ফিরে গিয়েছেন হনুমা বিহারি ও বিরাট কোহলি।

দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ: ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, হনুমা বিহারী, বিরাট কোহলি, রিশভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর