বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে আরম্ভ হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ওডিআই সিরিজ। তিন ম্যাচের এই ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। তারপর কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) এবং ত্রিবেন্দ্রামের সেন্ট জেভিয়ার্স ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে। গতকাল অর্থাৎ ৮ ই জানুয়ারি গোটা ভারতীয় ওডিআই স্কোয়াড গুয়াহাটিতে (Guwahati) একত্রিত হয়েছে খেলার জন্য।
আগামীকাল সিরিজ আরম্ভ হওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছেন ভারত অধিনায়ক। বুমরার ফিটনেস সমস্যা থেকে শুরু করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ, সব বিষয় নিয়েই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে।
তবে এই সাংবাদিক সম্মেলনের কিছু সময় পরে তিনি ভারতীয় দলের অনুশীলন চলাকালীন মাঠের পাশে কিছু ভক্তদের সাথে দেখা করতে। অনেকেই সেখানে তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন, যাদের মধ্যে সামিল ছিলেন একজন খুবই ছোট ভক্ত। সেই ভক্তের সাথে যখন রোহিত দেখা করেছিলেন তখন কোনও এক কারণে সেই বাচ্চাটি কান্নায় ভেঙে পড়েছিল। তার সাথে রোহিতের দেখা করার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
Small fan started crying after meeting Rohit sharma! #INDvSL #INDvsSL pic.twitter.com/NmQRh3gZeu
— Cricket With Laresh (@Lareshhere) January 9, 2023
ওই শিশুটির সাথে রোহিত কথা বলার পরে বাচ্চাটির কান্না বন্ধ হয়। রোহিতের মুখে “রোনে কা কেয়া বাত হ্যায়, ছোট বাচ্চা হ্যায় কিয়া, ইতনা মোটা মোটা গাল কর লিয়া, দেখ ইস্তারফ ক্যামেরা (কান্নার কি দরকার, তুমি তো ছোট বাচ্চা, কত মোটা মোটা গাল তোমার, দেখ এদিকে ক্যামেরা) জাতীয় কথা শোনার পরে অনেক ক্রিকেটপ্রেমীই রোহিতের কথার সাথে বলিউডের তারকা টাইগার শ্রফের প্রথম সিনেমা ‘হিরোপন্তী’-র একটি ডায়ালগের মিল পেয়েছেন।
Choti Bacchi Ho Kya? My fav dailogues and your? pic.twitter.com/8ZMG7KCm93
— Ajay Devgn Mania (@AjayDevgnMania) April 22, 2022
ওই সিনেমার একটি দৃশ্যে হিরোইনকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর পর টাইগার শ্রফ ওই অভিনেত্রীকে (কৃতি শ্যানন) উদ্দেশ্যে করে বলেছিলেন, ‘ছোটি বাচ্চি হো কিয়া’ অর্থাৎ তুমি কি ছোট শিশু। আজ রোহিতও যেন কিছুটা একই ঢঙয়ে মাঠে উপস্থিত ক্ষুদে ক্রিকেটপ্রেমীটিকে ওই একই প্রশ্ন করেছিলেন বলে অনেক নেটিজেনের মনে হয়েছে।